এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ অক্টোবর : দাউদ ইব্রাহিম ও হাফিজ সইদের নাম শুনে মুখে কুলুপ এঁটে বসে রইলেন পাকিস্তানের বৃহত্তম তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির মহাপরিচালক মহসিন বাট । ইন্টারপোলের বৈঠকে যোগ মঙ্গলবার তিনি ভারতে এসেছেন । সংবাদ মাধ্যম তাঁর কাছে কিছু জানতে চেয়েছিলেন । কিন্তু তিনি কথা বলতে অস্বীকার করে । ইতিমধ্যে ভারতের এক সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করে বসেন,দাউদ ইব্রাহিম ও লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সইদকে কখন ভারতকে হস্তান্তর করবে পাকিস্থান । সাংবাদিক তাঁকে বলেন,’আপনি শুধু প্রশ্ন শুনুন,উত্তর চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন ৷’ কিন্তু দ্বিতীয় বিকল্পটি বেছে নেন পাকিস্তানের ওই আধিকারিক । দাউদ ইব্রাহিম ও হাফিজ সইদের নাম শুনতেই তিনি মুখে আঙুল দিয়ে নিজের চেয়ারে বসে পড়েন ।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ২৫ বছর পর এবারে ইন্টারপোলের ৯০তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে ভারতে । দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত এই অধিবেশনে ১৯৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয় । সমাপনী ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।।