এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ অক্টোবর : সাম্প্রতিক বন্যা পরিস্থিতির পর হুগলির বলাগড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ায় ডিভিসিকে নিশানা করতে গিয়ে জল পরিমাপের একক ভুলে গিয়ে ‘কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে’ বলে মন্তব্য করেছিলেন । একারণে তাকে বহু মানুষের উপহাস শুনতে হয় । এবারে একই ভুল করে ফেললেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে মমতা ব্যানার্জির একটা ভিডিও ক্লিপিং শেয়ার করেছেন । যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে শোনা গেছে,’ডিডিসি যদি খননটা ঠিকমত করে…পলিগুলো ক্লিয়ার করে… তাহলে ওরা কিন্তু ৪ লক্ষ মেট্রিক টন জল বেশি রাখতে পারবে ।’ জল পরিমাপের একক ‘মেট্রিক টন’ না ‘কিউসেক’ তা বেমালুম ভুলে যান তিনি । পাশে থাকা কাউকে জিজ্ঞেস করে নিজের ভুল সংশোধন করে নেন ।
এদিকে মুখ্যমন্ত্রীকে এনিয়ে খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু অধিকারী । প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, ‘তোলামূলের অনন্য প্রতিভাশালীদের কেউ জল মাপেন কুইন্টাল-এ, কেউ মিলিলিটারে, তো কেউ আবার জল মাপেন মেট্রিক টন বা টন-এ….।’
উল্লেখ্য,গত সেপ্টেম্বরে টানা বৃষ্টি আর ডিভিসির জলে দামোদর নদ তীরবর্তী এলাকার বহু গ্রাম প্লাবিত হয়ে যায় । প্লাবিত হয় হুগলির বলাগড়ের বিস্তীর্ণ এলাকা । যেটা তৃণমূল কংগ্রেসের সাংসদ রচনা ব্যানার্জির নির্বাচনী এলাকার মধ্যে পড়ে ৷ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে তাকে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় । পরিস্থিতি সামাল দিতে রীতিমতো ল্যাজেগোবরে হয়ে যান রচনা । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলে বসেন,’সাধারণ মানুষ এমন সমস্যার মধ্যে পড়েছেন। কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়ি ঘর কিচ্ছু নেই। সকলে রাস্তায় বেরিয়ে পড়েছেন। আর ওঁরা বলছেন নাকি জানিয়ে জল ছেড়েছেন। সত্যিটা কী আমাদের এই মুহূর্তে জানা নেই।’
এদিকে রচনার এই মন্তব্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । রচনার বক্তব্য নিয়ে ছড়িয়ে পড়ে মিম । আর এক অভিনেত্রী শ্রীলেখা মিত্র ফেসবুকে লিখেছিলেন,’এক কুইন্টাল = ১০০ কেজি, এমনি বললাম ৷’ অনেকে তৃণমূলের তারকা সাংসদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ।।