এইদিন ওয়েবডেস্ক,রংপুর(বাংলাদেশ),০৮ ফেব্রুয়ারী : বাংলাদেশের রংপুরের পীরগঞ্জের চতরায় এক মহিলার মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের একটি শিম খেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ওই নারী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামের রবিউউল ইসলামের মেয়ে।
বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা মস্তকবিহীন ওই নারীর লাশ ফেলে চলে যায়। দেহ পাওয়া গেলেও মাথার অংশ এখনো পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রওশনয়ারা নামে এক মহিলা লঙ্কার খেতে এলে পাশের শিম খেতে ওই মহিলার মস্তকবিহীন লাশ দেখতে পায়। এরপর তার চিৎকারে এলাকার লোকজন এসে থানা পুলিশে সংবাদ দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফল ইসলাম বলেন, প্রাথমিক তথ্য মতে ওই নারী গোবিন্দগঞ্জ উপজেলার রবিউল ইসলামের মেয়ে। গোবিন্দগঞ্জ থানায় খবর পাঠানো হয়েছে। সেখান থেকে খবর এলে নিহতের পরিচয় নিশ্চত হওয়া যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা অনুসন্ধান চলছে।।

