প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৩ আগষ্ট : জামিন মেলেনি । তাই সিবিআই হেপাজতে রয়েছেন গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়া বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল । আর ঠিক এমনই সময়ে অনুব্রতর জামিন চেয়ে পাঠানো হুমকি চিঠি পেলেন আসানসোলের সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। বিচারকের দাবি অনুযায়ী চিঠিতে প্রেরকের নাম লেখা রয়েছে বাপ্পা চট্টোপাধ্যায় । পাশাপাশি এও নাকি চিঠিতে জানানো হয়েছে, কর্মসূত্রে তিনি বর্ধমানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের হেড ক্লার্ক ও তৃণমূলের জেলা কর্মচারী সংগঠনের সদস্য।চিঠিতে বাপ্পার নামাঙ্কিত শিলমোহরও ব্যবহার করা হয়েছে ।
চিঠিতে বিচারককে হুমকি দিয়ে লেখা হয়েছে ‘গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দিন। তা না হলে আপনাকে এবং আপনার পরিবারকে মাদক মামলায় ফাঁসানো হবে।’ অনুব্রতর জামিন চেয়ে খোদ বিচারকের কাছে এমন হুমকি চিঠি পাঠানোর বিষয়টি কার্যত নজিরবিহীন বলে মনে করছেন আইনজীবী ও রাজনৈতিক মহল ।
বাপ্পা চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনুন :
কে এই বাপ্পা চট্টোপাধ্যায় ? কেনই বা তিনি সিবিআই আদালতের বিচারকে এমন হুহকি চিঠি পাঠালেন ? তা জানার জন্য মঙ্গলবার দুপুর থেকে বর্ধমান আদালতে খোঁজ চালিয়ে অবশেষে দেখা মেলে বাপ্পা চট্টোপাধ্যায়ের । অনুব্রতর জামিনের দাবি করে আপনি সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি কেন পাঠিয়েছেন? সাংবাদিকদের এই প্রশ্ন
শুনে কার্যত বিস্মিত হয়ে যান বর্ধমান
আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের হেড ক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায় । তিনি স্পষ্ট জানিয়ে দেন, এমন কোন চিঠি আমি লিখিনি ।চিঠির বিষয়ে আমি কিছুই জানি না। আপনাদের কাছ থেকেই আমি প্রথম এই সব শুনছি । চিঠিতে আপনার নামাঙ্কিত শিলমোহর ব্যবহার হয়েছে,সেটা কিভাবে হল ? এর উত্তবে বাপ্পা দাবি করেন,তাঁকে ফাঁসানোর জন্য কেউ তাঁর নাম করে চিঠি লিখেছে বিচারককে। তাঁর শিলমোহর নকল করে ও সই জাল কেউ এইসব ঘটনা ঘটিয়েছে বলে বাপ্পা জানান । পাশাপাশি তিনি এও দাবি করেন,তৃণমূল বা কোন রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত নন । নিজেকে সামান্য একজন সরকারী কর্মচারী বলে বাপ্পা চট্টোপাধ্যায় জানান ।
এদিকে বাপ্পা চট্টোপাধ্যা এমনটা জাননোর পর স্বাভাবই ভাবেই প্রশ্ন উঠছে তাহলে সিবিআই আদালতের বিচারককে এমন হুমকি চিঠি পাঠালোটা কে?এই প্রসঙ্গে বর্ধমান আদালতের আইনজীবীদের বক্তব্য,একজন বিচারককে এমন হুমকি চিঠি পাঠানো কার্যত নজিরহীন ঘটনা । প্রকৃত কে এই চিঠি লিখেছে তা সিবিআই তদন্তে নিশ্চয়ই প্রকাশ্যে আসবে বলে মত আইনজীবীদের ।।