🌼 যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয়, তা হ’লে ঠিক বলা যায়। যে দর্শন করেছে, সে ঠিক জানে, ঈশ্বর সাকার আবার নিরাকার। আরো তিনি কত কি আছেন, বলা যায় না ।
কতকগুলো কাণা একটা হাতীর কাছে এসে পড়েছিল। একজন লোক ব’লে দিলে, এ জানোয়ারটির নাম হাতী। তখন কাণাদের জিজ্ঞাসা করা হ’ল হাতীটা কি রকম ? তারা হাতীর গা স্পর্শ করতে লাগল। একজন বললে, ‘হাতী একটা থামের মত।’ সে কাণাটি কেবল হাতীর পা স্পর্শ করেছিল। আর একজন বললে, হাতীটা একটা কুলোর মতো!’
সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল। এই রকম যারা শুঁড় কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা
নানা প্রকার বলতে লাগল। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে, ঈশ্বর এমনি ; আর কিছু নয়।।
কথামৃত-২/২/৫