এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ ফেব্রুয়ারী : রবিবার বীরভূমের সিউড়িতে দলীয় সভায় বক্তব্য রাখার সময় গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন মমতা ব্যানার্জি । এদিকে মুখ্যমন্ত্রী বক্তব্যের পর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তাকে নিশানা করে কটাক্ষ করেছেন, ‘রাজ্যের মহিলাদের পাশে নেই, চোর ডাকাতদের পাশে উনি সর্বদা বিরাজমান ।’
প্রসঙ্গত,গরু ২০২২ সালের ১১ আগস্ট পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ইডির দায়ের করা আর্থিক তছরুপের মামলায় ১৭ ই নভেম্বর থেকেই জেলে কাটছে অনুব্রত মণ্ডলের। বর্তমানে তিনি রয়েছেন দিল্লির তিহার জেলে । দুর্নীতি মামলায় বীরভূমের দাপুটে নেতা জেলে গেল তাকে জেলা সভাপতি পর থেকে সরাননি মমতা ব্যানার্জি । বরঞ্চ মমতা ব্যানার্জি খোলাখুলি তার পাশে এসে দাঁড়িয়েছেন । কাগজে-কলমে এখনো বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল । গত মাসে লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকে কালীঘাটের বাড়িতে বসে অনুব্রত মণ্ডলের পথেই বীরভূমে দল চলবে বলে জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো । এরপর রবিবার সিউড়ির সভাতে ফের ‘কেষ্ট’র প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি । সভায় মমতা ব্যানার্জি বলেন, ‘নানা চক্রান্ত চলছে। বীরভূমেও চলছে। আজ কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে। কিন্তু মানুষের মন থেকে ওকে দূর সরাতে পারেনি । এখানে আসার সময় আমি দেখছিলাম বেশিরভাগ তরুণ প্রজন্ম ওর কথাই বলেছে । আমি তো শিখিয়ে দিইনি,ও কাজ করতে জানে, তাই মানুষের মনে ওকে মনে রেখে দিয়েছে।’
এই বক্তব্যের মধ্য দিয়ে মমতা ব্যানার্জি কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এখনো অনুব্রত মণ্ডলের পাশেই আছেন । এদিকে দুর্নীতি মামলায় জেলে থাকা এক নেতার প্রশংসায় পঞ্চমুখ হয় মুখ্যমন্ত্রীর তীব্র ভাষায় সমালোচনা করেছেন সুকান্ত মজুমদার । তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন,’আবারও গরু চোরেদের পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ! এ রাজ্যের মহিলাদের পাশে ওনাকে পাওয়া যায় না! কিন্তু চোর ডাকাতদের পাশে উনি সর্বদা বিরাজমান ।’ পাশাপাশি তিনি ‘শেম অন মমতা ব্যানার্জি’ এবং ‘শেম অন মমতা’ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন সুকান্ত ।।