এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৭ নভেম্বর : ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০-এর অধিক মানুষকে নির্মমভাবে হত্যা করেছে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস । হামাসের নৃশংসতা ছাপিয়ে গেছে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেট (আইএসআইএস) কেও । তারপরেও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষদের হামাসের প্রতি সমর্থন দেখিয়ে যাচ্ছে । এদিকে মুসলিমদের এই প্রকার কট্টরপন্থী মানসিকতার কারনে অমুসলিমদের মধ্যে তাদের প্রতি ঘৃণা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে । তারই প্রতিফলন দেখা গেল আমেরিকায় । মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট রাজ্যের বার্লিংটনে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করে আহত করা হয়েছে কারন তারা ফিলিস্তিন সন্ত্রাসী গোষ্ঠী হামাসের জঙ্গিদের মত পোশাক পরেছিল ।
আক্রান্তরা হলেন ব্রাউন ইউনিভার্সিটির ছাত্র হেশাম আভারতানি, পেনসিলভেনিয়ার হ্যাভারফোর্ড ইনস্টিটিউটের ছাত্র কিনান আবদুল হামিদ এবং ট্রিনিটি ইনস্টিটিউটের ছাত্র তাহসিন আহমেদ । তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
আজ সোমবার রয়টার্স পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে হামলাকারী ঘটনার পর পালিয়ে যেতে সক্ষম হয় ।পুলিশের তথ্য অনুযায়ী,আক্রান্ত দু’জন আমেরিকান নাগরিকত্ব ছিল এবং তৃতীয় যুবক এদেশের আইনগত আশ্রয়প্রার্থী । এই তিন যুবককে গুলি করা হয় যখন তারা ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী পোশাক এবং কালো এবং সাদা রুমাল পরেছিল, যা সাধারণত হামাস জঙ্গিরা ব্যবহার করে । মার্কিন বেসরকারি সংস্থা মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং ইনস্টিটিউট বলেছে যে আক্রমণকারী তিন ফিলিস্তিনি যুবককে গুলি করার আগে তাদের হয়রানি শুরু করে ।
বার্লিংটন পুলিশ প্রধান জন মুরাদ এক বিবৃতিতে বলেছেন,’আমি ইতিমধ্যে তদন্তকারী দল এবং ফেডারেল প্রসিকিউটরদের সাথে যোগাযোগ করেছি যদি এটি প্রমাণিত হয় তবে শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে ।’
এদিকে আক্রান্তদের পরিবার এক যৌথ বিবৃতিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে,’আরব-বিরোধী এবং ফিলিস্তিনি-বিরোধী অনুভূতির উত্থান যা আমরা অনুভব করছি তা নজিরবিহীন এবং এটি সহিংসতাকে ঘৃণাতে পরিণত করার আরেকটি উদাহরণ ।’
প্রসঙ্গত,গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকাসহ বিশ্বের অমুসলিম দেশগুলিতে ইসলাম-বিদ্বেষ ব্যাপক হারে বেড়েছে । পাশাপাশি ইসলামি রাষ্ট্রগুলিতে বেড়েছে ইহুদি- বিদ্বেষ । এরই মাঝে নেদারল্যান্ডসে ডানপন্থী গির্ট ওয়াল্ডার্সের অভাবনীয় সাফল্যে অশনি সঙ্কেত দেখছে পাকিস্তানের মত কট্টর ইসলামি মৌলবাদী রাষ্ট্রগুলি ।।