এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,১০ জুন : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার একটি মসজিদ থেকে হিন্দুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তৃতা দেওয়া হয়েছিল বলে অভিযোগ । সেই বক্তৃতার ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়াল । সংবাদ মাধ্যম সুত্রে খবর, বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার কথিত ধর্মনিন্দার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বদরওয়াহ (Baderwah) শহরের ওই মসজিদে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় মুসলিম সম্প্রদায়ের লোকজন । বিক্ষোভ দেখানো হয় স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধেও । আর তখনই হিন্দুদের বিরুদ্ধে ঘৃণামূলক শব্দ ব্যবহার করা হয় বলে অভিযোগ ।
এদিকে এই বিক্ষোভের অব্যবহিত পরেই একটি ভিডিও ক্লিপ দ্রুত ভাইরাল হয় । যা দেখে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় । উভয় সম্প্রদায়ের লোকজন রাস্তায় নেমে পড়লে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । শেষ পর্যন্ত সেনাবাহিনী নামিয়ে পরিস্থিতি শান্ত করা হয় । পরে গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করে দেয় প্রশাসন । বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও । পাশাপাশি আইপিসি ২৯৫-এ (ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত বিদ্বেষপূর্ণ কাজ) এবং ৫০৬ (ভয় দেখানো) প্রভৃতি ধারায় মামলা রজু করা হয়েছে ভাদেরওয়াহ থানায় । পুলিশ মাইকিং করে এলাকাবাসীদের সতর্ক করে জানিয়েছে,‘যদি কেউ আইন নিজের হাতে তুলে নেয় তবে তাকে রেহাই দেওয়া হবে না ।’।