এইদিন ওয়েবডেস্ক,শিকাগো,২৬ জানুয়ারী : শিকাগোর একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এই ঘটনায় একজন নিহত এবং ৮ জন আহত হয়েছে বলে খবর । তবে কর্তৃপক্ষ মৃত ব্যক্তির সম্পর্কে তথ্য প্রকাশ করেনি। শিকাগো ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রাথমিকভাবে বুধবার সকাল ১০টার দিকে আগুনের খবর পাওয়া যায় এবং দুপুর সাড়ে ১ ২ টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয় । শিকাগো ফায়ার কমিশনার অ্যানেট ন্যান্স-হল্ট বলেছেন,৩০০ টিরও বেশি ফায়ার এবং ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস কর্মী ঘটনাস্থলে গিয়েছিল ।’ তিনি আরও বলেন,৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । তবে বুধবার বিকেলের মধ্যে তাদের সবার অবস্থা স্থিতিশীল হয় । একজন দমকলকর্মীর সামান্য আঘাত লেগেছে কিন্তু সে বর্তমানে সুস্থ আছে । তিনি জানান,কেনউডে হার্পার স্কয়ার সমবায় আবাসিক ভবনের ১৫ তলায় প্রথমে আগুন লাগে । ক্রমে তা ২৪ তলায় ছড়িয়ে পড়ে । কিন্তু আর আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয় ।।