এইদিন ওয়েবডেস্ক,ইলাত,১৩ ডিসেম্বর : ২১ বছর পর মিস ইউনিভার্সের খেতাব পেল ভারত । দক্ষিণ আফ্রিকা ও প্যারাগুয়েকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন ভারতের হারনাজ কৌর সান্ধু । ইসরায়েলের ইলাত-এ (Eilat) ৭০তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় হারনাজ সান্ধু শিরোপা অর্জন করেছেন । এর আগে দু’বার এই খেতাব জিতেছিল ভারত । ১৯৯৪ সালে প্রথম ভারতীয় মিস ইউনিভার্সের মুকুট অর্জন করেন সুস্মিতা সেন । তার ঠিক ৬ বছর বাদ লারা দত্ত মিস ইউনিভার্স হন । যে বছর লারা দত্ত খেতাব জিতেছিলেন, সেই বছরেই জন্ম হয়েছিল হারনাজ সান্ধুর । দীর্ঘ ২১ বছরের খরা কাটিয়ে সেই হারনাজের হাত ধরেই মিস ইউনিভার্সের খেতাব পেল ভারত ।
পাঞ্জাবের বাসিন্দা ২১ বর্ষীয়া সান্ধু প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা (২২) এবং দক্ষিণ আফ্রিকার লালেলা মাসওয়ানে (২৪)-কে পরাজিত করে শিরোপা জিতেছেন । শীর্ষ তিন প্রতিযোগীকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘চাপের মুখে থাকা নারীদের আপনি কী পরামর্শ দেবেন ?’ এর উত্তরে হারনাজ সান্ধু বলেছিলেন, ‘আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি অনন্য এবং এটিই আপনাকে সুন্দর করে তোলে । বেড়িয়ে আসুন, নিজের জন্য কথা বলতে শিখুন । কারণ আপনি আপনার জীবনের নেতা । দেশজুড়ে আনন্দের জোয়ার বইছে ।’ সান্ধুর এই উত্তরেই তাঁর ঝুলিতে এনে দেয় বিশ্ব সুন্দরীর সম্মান । সান্ধুকে মুকুট পড়িয়ে দেন ২০২০ সালের মেক্সিকোর প্রাক্তন মিস ইউনিভার্স অ্যান্ডিয়া মেজা ।
মডেলিং ছাড়াও হারনাজ সান্ধু দুটি পাঞ্জাবি ছবি ‘ইয়ারা দিয়ান পু বারান’ এবং ‘বাই জি কুত্তাঙ্গে’ চলচিত্রে অভিনয় করেছেন । হারনাজ সান্ধু ১৭ বছর বয়স থেকে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন । প্রথম তিনি ‘টাইমস ফ্রেশ ফেস’ অ্যাওয়ার্ড জিতেছিলেন । এর পরে তিনি ২০২১ সালে মিস ডিভা(Miss Diva)-২১ খেতাব জিতেছিলেন । তার আগে ২০১৯ সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাবের খেতাব জিতে ফেমিনা মিস ইন্ডিয়ার টপ- ১২ তেও জায়গা করে নিয়েছিলেন ।।