দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ অক্টোবর : মুসলিম অধ্যুষিত গ্রামে হাতে গোনা ক’টি হিন্দু পরিবারের বসবাস । কৃষিকাজ বা জনমজুরি তাদের পেশা । অনেক কষ্ট করে তাঁরা কালীপূজা করে আসছিলেন । কিন্তু অর্থাভাবের কারনে পূজো প্রায় বন্ধের মুখে ছিল । এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় গ্রামের মুসলিম লোকজন । এবারেও হিন্দু মুসলিমদের যৌথ প্রচেষ্টায় হল কালীপূজো । কালীপূজোয় এমনই সম্প্রীতির নজির দেখা গেল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ঘোলদা গ্রামে ।
ভাতারের সাহেবগঞ্জ ২ অঞ্চলের ঘোলদা গ্রামটি মূলত মুসলিম অধ্যুষিত । মাত্র ৪-৫ টি হিন্দু পরিবার রয়েছে গ্রামে । ওই পরিবারগুলি মিলে প্রতি বছর নিজেদের মধ্যে চাঁদা তুলে কালীপূজো করে আসতেন । গ্রামবাসী গণেশ ঘোষ, তপন দাসরা বলেন,’আমরা কেউ ক্ষুদ্র চাষী বা জনমজুরির পেশার সঙ্গে যুক্ত । সীমিত সামর্থের মধ্যে আর পূজো চালাতে পারছিলাম না । ভেবেছিলাম পূজো বন্ধ করে দেবো । তখন মুসলিম সম্প্রদায়ের মানুষজনই পূজো টিকিয়ে রাখার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন । বিগত তিন দশক ধরে উভয় সম্প্রদায়ের মানুষের উদ্যোগে গ্রামে কালীপূজা হয়ে আসছে ।’
এবারে হিন্দু পাড়ায় জনৈকের খামার বাড়িতে ত্রিপল খাটিয়ে পূজোর আয়োজন করা হয় । পরিবারের মহিলাদের কাপড় দিয়ে নিজেরাই পূজো মণ্ডপটি ভদ্রস্থ করে গড়ে তোলেন । গ্রামবাসী ফিরোজ মল্লিক বলেন,’গ্রামে চাঁদা তুলে পূজো হচ্ছে । প্রতিমা নিরঞ্জনের দিন মচ্ছবের আয়োজন করা হয়েছে । চাঁদা তুলেই সেই খরচ জোগাড় করবো আমরা ।’।