এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর,১৪জানুয়ারি : সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে ডাকাতির ঘটনার পর তল্লাশি অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিহারের এক দুষ্কৃতিকে গ্রেফতার করল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতের নাম মহম্মদ গুড্ডু(২৭) । ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল এবং দু’রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । শুক্রবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তুলে পুলিশ ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় ।
বুধবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার নাকের ডগায় থাকা একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে । ৪ সশস্ত্র দুষ্কৃতি দোকানদারকে বন্দুকের ভয় দেখিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে চম্পট দেয় । এরপর হরিশ্চন্দ্রপুর বিহার সীমান্ত জুড়ে নাকা তল্লাশি শুরু করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । বৃহস্পতিবার রাতে বিহারর সীমান্তবর্তী এলাকায় কুমেদপুর নাকা চেক পোষ্টে নাকা চেকিং চলার সময় মহম্মদ গুড্ডু নামে ওই যুবককে আটকে জিজ্ঞাসাবাদ করে । তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ । হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন,মদের দোকানে ডাকাতির ঘটনায় ধৃত যুবক যুক্ত কিনা তা জানার চেষ্টা চলছে ।।