এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১২ এপ্রিল : পয়লা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ রুখতে ইতিপূর্বে আইনি নোটিশ পাঠিয়েছেন মোহম্মদ মাহমুদুল হাসান নামে বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক মৌলবাদী আইনজীবী । তা সত্ত্বেও শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা । এবার শোভাযাত্রা ভন্ডুল করার জন্য হামলার হুমকি দিল কট্টরপন্থীরা ।এনিয়ে বুধবার (১২ এপ্রিল ২০২৩) শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আয়োজক কমিটির সদস্য আবতাহী রহমান(২৫) । তিনি অভিযোগে বলেছেন,’ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে অর্থ ও নিরাপত্তা কমিটির দায়িত্ব পালনের সময় মঙ্গলবার (১১ এপ্রিল ২০২৩)রাত্রি ৯টা ৪৫ মিনিটের নাগাদ চারুকলার পশ্চিম পাশের দেয়ালে রঙের কাজ তদারকি করার সময় একটি প্লাস্টিক চেয়ারের ওপর সাদা কাগজে লেখা একটি চিঠি ও পঞ্চাশ টাকার একটা নোট পাই । ওই চিঠিতে লেখা ছিল ‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের, এখানে এসে ক্ষতি করো না তোমরা, হামলা হতে পারে ওইদিন যেকোনো সময়, দাজ্জালিবাহিনী পাবে না টের মোদের।’ তিনি বলেন,’বিষয়টি নিয়ে চারুকলা অনুষদের প্রক্টরিয়াল টিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশে জিডির আবেদন করেছি ।’
ওসি নূর মোহাম্মদ আরও বলেছেন, মঙ্গলবার রাতে মঙ্গল শোভাযাত্রা আয়োজক কমিটির এক সদস্য একটি চিরকুট পেয়েছেন। পরে তারা আমাদের থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা আবেদনটি গ্রহণ করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।’
প্রসঙ্গত,বাংলা নববর্ষের দিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ‘মঙ্গল শোভাযাত্রা’র আয়োজন করা হয় । সর্ব ধর্মের সমন্বয়ে আয়োজিত এই শোভাযাত্রা ঘিরে বাংলাদেশের মানুষদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় । কিন্তু চলতি বছর থেকে যাতে এই শোভাযাত্রা পুরোপুরি বন্ধ হয়ে যায় সেই কারনে সম্প্রতি কিছু দিন ধরে ইসলামি মৌলবাদীরা এই শোভাযাত্রার বিরোধিতায় আসরে নেমে পড়েছে । তারা পয়লা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’কে ইসলাম বিরোধী বলে আখ্যা দিয়েছে ।।