এইদিন ওয়েবডেস্ক,ফারুখাবাদ,২৬ অক্টোবর : ফেসবুক পোস্টে নিজেকে ‘কট্টর হিন্দু’ পরিচয় দেওয়ার অপরাধে কিশোরের উপর হামালা চালালো কট্টরপন্থীরা । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশর ফারুখাবাদ জেলায় ।ফারুখাবাদ জেলার শামশাবাদ থানা এলাকার বাসিন্দা মোহিত রাuজপুত নামে আক্রান্ত কিশোর এনিয়ে বিলাল আলী, সারতাজ, রেহান, আমির, নূর মোহাম্মদসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন । অভিযুক্তদের অধিকাংশই নাবালক বলে জানা গেছে । পুলিশ ৭ জন নামধারী আসামী ছাড়াও ৪০-৪৫ জন অজ্ঞাতপরিচয় আততায়ীর বিরুদ্ধে আইপিসির ১৪৭,৩২৩,৫০৪,৫০৬ প্রভৃতি ধারায় মামলা দায়ের করেছে ।
ওপি ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে,আক্রান্ত কিশোর মোহিত রাজপুত তাঁর অভিযোগে জানিয়েছেন – মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি আরশ, আরিয়ান এবং অক্ষয়ের সঙ্গে একটি রেস্তোরাঁয় টিফিন খেতে গিয়েছিলেন । সেই সময় ৪০-৪৫ জনের একটি দল সেখানে যায় । তারা মোহিত ও তার বন্ধুদের গালিগালাজ শুরু করে। হামলাকারীরা মোহিতকে ফেসবুক থেকে ‘কট্টর হিন্দু’ লেখা ডিলিট করে দেওয়ার কথা বলে । এমনকি শামশাবাদে কোনো ধর্মান্ধ হিন্দুকে থাকতে দেওয়া হবে না বলে তারা শাসায় বলে অভিযোগ । এর বিরোধিতা করলে হামলাকারীরা তাকে দলভীর খান এলাকায় নিয়ে গিয়ে মারধর করে । আটকাতে গিয়ে আক্রান্ত হয় তার তিন বন্ধুও ।
হামলাকারীরা ইনস্টাগ্রামে সক্রিয় “ডেভিল গ্রুপ ৩০২” 302 গ্রুপের সাথে যুক্ত বলে প্রতিবেদন সুত্রে জানা গেছে । এদিকে মোহিতের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হিন্দুত্ববাদী সংগঠনগুলি থানায় বিক্ষোভ দেখায়। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় তারা ।
অতিরিক্ত পুলিশ সুপারের বলেছেন,’মোহিত রাজপুত নামে এক নাবালক বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় খাবার খেতে গেলে স্থানীয় কিছু লোকজনের সঙ্গে ঝামেলা হয় । মারপিট হয় । মারপিটের ওই আক্রান্ত কিশোরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় । এই ঘটনার পর রাজপুতের অভিযোগের ভিত্তিতে এফ আই আর দায়ের করা হয়েছে । হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে । প্রাথমিকভাবে জানা গেছে হামলাকারীরা সকলেই নাবালক ।’।