এইদিন স্পোর্টস নিউজ,২০ ডিসেম্বর : শুক্রবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ছক্কা মারার পর বল এসে সোজা একজন ক্যামেরাম্যানকে আঘাত করে । ক্যামেরাম্যানের কাঁধে আঘাত লাগে । পরে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার আচরণ সকলের প্রশংসা কুড়িয়েছে।
প্রথম বলেই হার্দিক ক্রিজ থেকে বেরিয়ে এসে করবিন বোশের বলে ছক্কা মারেন। ফ্ল্যাট ছক্কাটি সহজেই সীমানা অতিক্রম করে যায় কিন্তু শেষ পর্যন্ত দলের একজন ডাগআউটের পাশে দাঁড়িয়ে থাকা একজন ক্যামেরাম্যানের গায়ে এসে লাগে। ক্যামেরাম্যানের চিকিৎসার প্রয়োজন হওয়ায় খেলাটি কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়। তবে, তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং তার দায়িত্ব পালন শুরু করেন।
এদিকে ম্যাচ শেষ হতেই হার্দিক ক্যামেরাম্যানের কাছে গিয়ে তাদের জড়িয়ে ধরেন। তারকা অলরাউন্ডার ক্যামেরাম্যানদের কাঁধে একটি আইস প্যাক লাগিয়ে দেন। এই মুহূর্তের ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মার দুর্দান্ত অর্ধশতকের সুবাদে ভারত পঞ্চম ও শেষ টি- টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়ে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে।হার্দিক পান্ডিয়া ১৬ বলে হাফ সেঞ্চুরি করেন, যা ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম। তিলক ভার্মা ৪২ বলে ৭৩ রান করে । ভারত পাঁচ উইকেটে ২৩১ রান করে। জবাবে, কুইন্টন ডি ককের (৬৫) নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ২০১ রানে অলআউট হয় ।।

