শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ ফেব্রুয়ারী : জখম হনুমানকে প্রাথমিক চিকিৎসার পর বনদপ্তরের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । বর্ধমান-কাটোয়া সড়কপথে ভাতারের কর্জনা চটির বাসস্ট্যান্ডের কাছে হনুমানটি রাস্তা পারাপার করতে গিয়ে বাইকের সামনে চলে আসে । ছিটকে পড়েন বাইক চালক । চালক ও হনুমানটি গুরুতর জখম হয় ।
এরপরই স্থানীয়রা জখম হনুমানটিকে রাস্তা থেকে সরিয়ে সেবা শুশ্রূষা করেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ। জখম বাইক আরোহী ও হনুমানটির চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রাথমিক চিকিৎসায় ওই হনুমানটি কিছুটা সুস্থ হয়ে উঠলে খবর দেওয়া হয় বনদপ্তরকে। আজ বুধবার দুপুর নাগাদ বনদপ্তরের কর্মীরা হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যান। স্থানীয় মানুষ ও ভাতার থানার পুলিশের প্রচেষ্টায় প্রাণে বাঁচে ওই হনুমানটি। পুলিশ ও স্থানীয় মানুষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।।
Hanuman, injured in accident, revived in Bhattar thanks to efforts of local residents and police