• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হনুমান চালিসা

Eidin by Eidin
October 25, 2024
in ব্লগ
হনুমান চালিসা
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দোহা

শ্রী গুরু চরণ সরোজ রাজা নিজামনা মুকুরা সুধারী।

ভারণৌ রঘুবরা বিমলয়াশা জো দায়ক ফলচারী ॥

বুদ্ধহিনা তনুজানিকই সুমিরাউ পাবনা কুমার।

বালা বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কালেশ বিকার ॥

ধ্যানম

অতুলিতা বলধামং স্বর্ণ শৈলাভ দেম।

দনুজ বনা কৃষ্ণানুম জ্ঞানীনা মগরাগন্যম ॥

সকল গুণ নিধানম বানরাণ মাধীশম। 

রঘুপতি প্রিয়া ভক্তম বতায়াতম নমামি ॥

গোষপাদীকৃত বরাশিষ্ট মাসকিকৃত রক্তসম।

রামায়ণ মহামালা রত্নম বন্দে-(ক)নীলাত্মজম ॥

যাত্রাযাত্রা রঘুনাথ কীর্তনাম তত্র তত্র কৃততমস্তাকাঞ্জলিম।

ভাঁসপাওয়ারী পরিপূরণ লোচনাং মারুতিংস নমতা রাক্ষসন্তকম ॥

মনোজবং মারুত তুল্যভেগম।

জিতেন্দ্রিয়ং বুদ্ধি মাতাং বরিষ্টম্ ॥

ভতামজম ভ্যানরেউথ মুখ্যম।

শ্রী রাম দূতং শিরাসা নমামি।

চৌপাই

জয় হনুমান জ্ঞান গুন সাগর।

জয় কপিস তিহু লোক উজাগর ॥১॥

অর্থ : জ্ঞান ও গুণের সাগর হনুমানের জয়। তিন জগতের জাগরণকারী বানর বীরের জয়। 

রাম দূত অতুলিত বল ধামা।

অঞ্জনী-পুত্র পবন সুত নামা ॥২॥

অর্থ : রামের দূত, অতুলনীয় শক্তি এবং গতি সহ, অঞ্জনীর পুত্র, বাতাসের বংশ বলে পরিচিত । 

মহাবীর বিক্রম বজরঙ্গী।

কুমতি নিবার সুমতি কে সঙ্গি ॥৩॥

অর্থ : শক্তিশালী এবং বলিষ্ঠ দেহের সাথে পরাক্রমশালী বীর,বুদ্ধিমত্তা ও প্রজ্ঞায় কে তোমাকে মেলে? 

কাঞ্চন বরন বিরাজ সুবেষা।

কানন কুণ্ডল কুঞ্চিত কেশা ॥৪॥

অর্থ : সোনালি রঙ এবং সুন্দর পোশাকে সজ্জিত, সঙ্গে কানের দুল ঝুলানো এবং কোঁকড়ানো চুল।

হাথবজ্র ঔ ধ্বজা বিরাজৈ।

কান্ধে মুঞ্জ জানিউ সাজে ॥৫॥

অর্থ : হাতে বজ্র ও পতাকা নিয়ে শোভিত,কাঁধ এবং কোমর জুড়ে একটি পবিত্র সুতো পরা। 

শঙ্কর সুবন কেশরী নন্দন।

তেজ প্রতাপ মহা জগ বন্দন ॥৬॥

অর্থ : ভগবান শঙ্করের পুত্র ও কেশরীর আনন্দ, সেই পরাক্রমশালী যাঁর মহিমা সারা বিশ্বে প্রশংসিত হয়।

বিদ্যাবান গুণী অতি চাতুর ।

রাম কাজ করিবে কো আতুর ॥৭॥

অর্থ : কে জ্ঞানী, গুণী এবং অতি চতুর-কে রামের কাজ করতে ব্যাকুল হবে না? 

প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া ।

রামলখন সীতা মন বসিয়া ॥৮॥

অর্থ : যে ভক্তি সহকারে ভগবান রামের দিব্য কাহিনী করে শ্রবণ,তাদের মন রাম, লক্ষ্মণ ও সীতার প্রেমে হয় পরিপূর্ণ । 

সূক্ষ্ম রূপধরি সিয়াহি দিখাবা ।

বিকট রূপধরি লংক জরাবা ॥৯॥

অর্থ : তুমি ক্ষুদ্র রূপ ধারণ করে সীতার সামনে উপস্থিত হয়েছো,আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে লঙ্কা নগরীকে পুড়িয়েছো । 

ভীম রূপধরি অসুর সংহারে ।

রামচন্দ্র কে কাজ সংবারে ॥১০॥

অর্থ : ভীমের ন্যায় বিশাল রূপে তুমি অসুর নাশ করো,ভগবান রামের সব কাজ তুমি একমাত্র করতে পারো । 

লায়ে সঞ্জীবন লখন জিয়ায়ে ।

শ্রী রঘুবীর হরষি উর লায়ে ॥১১॥

অর্থ : সঞ্জীবনী এনে তুমি লক্ষণকে পুনর্জীবন দিয়েছো,ভগবান রামের হৃদয় সুখে পূর্ণ করেছো । 

রঘুপতি কীন্হী বহুত বদায়ী ।

তুম মম প্রিয ভরত সম ভায়ি ॥১২॥

অর্থ : রঘুপতি (ভগবান রাম) ভরতকে খুব প্রশংসা করেছিলেন। তুমি ভরতেরই মতো তেনার পরম প্রিয় ভ্রাতা৷ 

সহস্র বদন তুম্হরো য়শগাবৈ ।

অস কহি শ্রীপতি কণ্ঠ লগাবৈ ॥১৩॥

অর্থ : হাজার মুখ তোমার মহিমা গাইবার জন্য যথেষ্ট নয়,এই বলে প্রভু রাম তোমাকে আলিঙ্গন করেন । 

সনকাদিক ব্রহ্মাদি মুনীশা ।

নারদ শারদ সহিত অহীশা ॥১৪॥

অর্থ : স্রষ্টা ব্রহ্মা সনকা, মুনি নারদ সকলে তোমার যথাযথ মহিমা বর্ননা করতে ব্যর্থ । 

য়ম কুবের দিগপাল জহাং তে ।

কবি কোবিদ কহি সকে কহাং তে ॥১৫॥

অর্থ : কবি এবং পণ্ডিতরা ইত্যাদি এমনকি যমরাজ, কুবের এবং দিগপালের মতো দেবতারাও হনুমানের মাহাত্ম্য বর্ণনা করতে ব্যর্থ। 

তুম উপকার সুগ্রীবহি কীন্হা ।

রাম মিলায় রাজপদ দীন্হা ॥১৬॥

অর্থ : তুমি সুগ্রীবের একটি মহান উপকার করেছো, তাকে শ্রী রামেরসাথে একত্রিত করে রাজকীয় সিংহাসনে স্থাপন করেছ । 

তুম্হরো মন্ত্র বিভীষণ মানা ।

লংকেশ্বর ভয়ে সব জগ জানা ॥১৭॥

অর্থ : তোমার ভগবান রামের উপদেশ বিভীষণ মানে,লঙ্কার অধীশ্বরের (রাবণ) ভয় সম্পর্কে সমস্ত বিশ্ব জানে । 

য়ুগ সহস্র য়োজন পর ভানূ ।

লীল্যো তাহি মধুর ফল জানূ ॥১৮॥

অর্থ : সহস্র যোজন উর্দ্ধে সূর্য্যদেবকে দেখে, ভুল করে তারে মিষ্টি ফল ভেবে গ্রাস করেছিলে । 

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী ।

জলধি লংঘি গয়ে আচার্য নাহী ॥১৯॥

অর্থ : প্রভু রামের আংটি মুখে নিয়ে তুমি নির্দ্বিধায় সমস্ত বাঁধাকে তুচ্ছ করে সাগর পারি দিয়ে ছিলে। 

দুর্গম কাজ জগত কে জেতে ।

সুগম অনুগ্রহ তুমহ্রে তেতে ॥২০॥

অর্থ : দুর্গম কাজ যা পৃথিবীতে কেউ সম্পন্ন করতে পারেনা,তা তোমার অনুগ্রহে সহজ সরল হয়ে যায়। 

রাম দুয়ারে তুম রখবারে ।

হোত ন আজ্ঞা বিনু পৈসারে ॥২১॥

অর্থ : প্রভু রামের দুয়ারে তুমি চিরকালের রক্ষী, তোমার আজ্ঞা ছাড়া কেহ না প্রবেশ করতে পারে । 

সব সুখ লহৈ তুম্হারী শরণা ।

তুম রক্ষক কাহূ কো ডরনা ॥২২॥

অর্থ : তোমার কৃপায় আমি সর্বসুখ লাভ করি, তুমি যেথা রক্ষী, সেথা আর কারে ডরি । 

আপন তেজ সম্হারো আপৈ ।

তীনোং লোক হাংক তে কাংপৈ ॥২৩॥

অর্থ : নিজের তেজ, তুমি নিজেই করো সম্বরণ, তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন । 

ভূত পিশাচ নিকট নহি আবৈ ।

মহাবীর জব নাম সুনাবৈ ॥২৪॥

অর্থ : ভুত, প্রেত, পিশাচ কভু কাছে না আসে, মহাবীর নাম তবে যে স্মরণ করে। 

নাসৈ রোগ হরৈ সব পীরা ।

জপত নিরন্তর হনুমত বীরা ॥২৫॥

অর্থ : রোগ, কষ্ট ও দুর্দশা সব দূর হয়, যে জন তোমার নাম জপ করে । 

সংকট সে হনুমান ছুড়াবৈ ।

মন ক্রম বচন ধ্যান জো লাবৈ ॥২৬॥

অর্থ : বিপদ ও সংকটে একমাত্র মহাবীর হনূমান উদ্ধার করে,যে তার নাম (হনুমান ) চিরকাল ধ্যান করে । 

সব পর রাম তপস্বী রাজা ।

তিনকে কাজ সকল তুম সাজা ॥২৭॥

অর্থ : যে মহাপ্রভু রামের ধ্যান তপস্যা করে, তুমি তাদের সমস্ত কঠিন কাজকে সহজ করো । 

ঔর মনোরধ জো কোয়ি লাবৈ ।

সহি অমিত জীবন ফল পাবৈ ॥২৮॥

অর্থ : তোমার চরণে যে অন্তরের আকাঙ্ক্ষাগুলোকে সমর্পণ করে,তবে সে জীবনের সীমাহীন ফল লাভ করে। 

চারো যুগ প্রতাপ তুম্হারা ।

হৈ প্রসিদ্ধ জগত উজিয়ারা ॥২৯॥

অর্থ : তোমার নামের খ্যাতি ছড়াবে চার যুগে, তোমার মহিমাতে আলোকিত হবে জগৎ জুড়ে ।

সাধু সন্ত কে তুম রখবারে ।

অসুর নিকংদন রাম দুলারে ॥৩০॥

অর্থ : হে হনুমান, তুমি রক্ষা করো সাধু সন্ত, অসুর সংহার করে তুমি শ্রী রামের প্রিয় ভক্ত । 

অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা ।

অস বর দীন্ জানকী মাতা ॥৩১॥

অর্থ : তুমি অষ্ট সিদ্ধি ও নব নিধির শক্তি দান করতে পারো,যা তুমি বরদান রূপে পেয়েছো, জানকি মাতার থেকে৷ 

রাম রসায়ন তুম্হারে পাসা ।

সদা রহো রঘুপতি কে দাসা ॥৩২॥

অর্থ : হে হনুমান, তুমি রাম নামের অমৃতের অধিকারী,সর্বদা ভগবান রঘুপতির সেবক হয়ে থাকো । 

তুম্হরে ভজন রামকো পাবৈ ।

জনম জনম কে দুখ বিসরাবৈ ॥৩৩॥

অর্থ : তোমার আরাধনা করে, কেউ ভগবান রামের ভক্তি লাভ করতে পারে এবং তা করে জন্ম জন্মের সমস্ত কষ্ট থেকে মুক্ত হতে পারে । 

অন্ত কাল রঘুপতি পুরযায়ী ।

জহান জনম হরিভক্ত কহায়ী ॥৩৪॥

অর্থ : রঘুপতি রামের সেবায়, যে জীবন নিবেদন করে,তিনি প্রতি জন্মে হরি (ভগবান বিষ্ণুর) ভক্ত হবে । 

ঔর দেবতা চিত্ত ন ধরায়ে ।

হনুমত সেযি সর্ব সুখ করায়ে ॥৩৫॥

অর্থ : অপর কোন দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবল হনুমানের সেবা করেই সর্বফল লাভ করা যেতে পারে৷ 

সংকট কটৈ মিটৈ সব পীরা ।

জো সুমিরৈ হনুমত বল বীরা ॥৩৬॥

অর্থ : রোগের সমস্ত বিপদ থেকে মুক্তি পায় সে,যে মহাবলী বীর্যবীর হনুমান কে স্মরণ করে । 

জয় জয় জয় হনুমান গোসায়ী ।

কৃপা করহু গুরুদেব কী নায়ী ॥৩৭॥

অর্থ :হে প্রভু হনুমানজি, তোমার জয় হোক, জয় হোক, জয় হোক। তোমার গুরুদেবের মতোই তুমি আমাকে কৃপা করো৷ 

যো শত বার পাঠ কর কোয়ী ।

ছূটহি বন্দি মহা সুখ হোয়ী ॥৩৮॥

অর্থ : এই হনুমান চালিশা যে শত বার পাঠ করবে, সে পার্থিব বন্ধন থেকে মুক্ত হয়ে প্রভুত্ব সুখ ও সৌভাগ্য লাভ করবে৷ 

জো য়াহ পড়ে হনুমান চালীসা ।

হোয়ে সিদ্ধি সাখী গৌরীশা ॥৩৯॥

অর্থ : যিনি এই হনুমান চালিশা ভক্তি সহকারে পাঠ করেন,স্বয়ং ভগবান শিব সাক্ষী, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন৷ 

তুলসীদাস সদা হরি চেরা ।

কীজৈ নাথ হৃদয় মহ ডেরা ॥৪০॥

অর্থ : তুলসীদাস (নিজ নাম) সদা প্রভু হরির ভক্ত,

এই বিশ্বাস করে হৃদয়ে স্থান দাও । 

দোহা

পবন তনয সংকট হরণ – মঙ্গল মূরতি রূপ্ ।

রাম লখন সীতা সহিত – হৃদয় বসহু সুরভূপ্ ॥

সিয়াবর রামচন্দ্রকী জয় । পবনসুত হনুমানকী জয় ।

“শেষ পংক্তিতে কবির নামের বদলে আপনার নিজের নাম উল্লেখ করলে, হনুমান চালিশা পাঠ আপনার তরফ থেকে ভগবানের উদ্দেশে আপনার থেকেই সমর্পন করা হবে। তাই তুলসীদাস এর পরিবর্তে নিজের নাম বলবেন।”

Previous Post

বারামুল্লায় সন্ত্রাসীদের হামলায় ২ সেনা ও ২ পোর্টার শহীদ, জঙ্গলে লুকিয়ে কনভয়ে হামলা চালায় পাকিস্তানের কাপুরুষ সন্ত্রাসবাদীরা

Next Post

মুখ্যমন্ত্রীর মুখে জল পরিমাপের একক ‘মেট্রিক টন’ শুনে শুভেন্দুর খোঁচা : ‘তোলামূলের অনন্য প্রতিভাশালী’

Next Post
দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার পরিবহণ কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে, পরে ছাঁটাই করা হতে পারে : জানালেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রীর মুখে জল পরিমাপের একক 'মেট্রিক টন' শুনে শুভেন্দুর খোঁচা : 'তোলামূলের অনন্য প্রতিভাশালী'

No Result
View All Result

Recent Posts

  • ভারতীয় বীর সেনার জন্য আজ বাংলাদেশ স্বাধীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলায় ভারতের জাতীয় পতাকার অবমাননা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিহাদি পড়ুয়ারা
  • লক্ষ লক্ষ হিন্দুকে দেশ ছাড়া ও নারীদের গনধর্ষণ করা জামাত ইসলামি বলছে যে তারা নাকি  মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না,  ভারতের বিরুদ্ধে ছিল
  • বাংলাদেশি মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনলো শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স
  • খসড়া ভোটার তালিকায় নাম তুলে ফেললেন তৃণমূলের বহিষ্কৃত পঞ্চায়েত প্রধান “বাংলাদেশি” লাভলি খাতুন ; শাসকদলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির 
  • “দিদি”র উদ্দেশ্যে বাংলায় লেখা চিঠিতে একাধিক বানান ভুল করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.