এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ ফেব্রুয়ারী : রেশন দুর্নীতি হল পশ্চিমবঙ্গের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্যতম বৃহত্তর একটি কেলেঙ্কারি । এই দুর্নীতির জাল বহুদূর বিস্তৃত । রেশন দুর্নীতি মামলায় যাদের নাম প্রথম সারিতে রয়েছে বেছে বেছে তাদের ঠিকানাগুলিতে হানা দিচ্ছে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট(ইডি) । আজ মঙ্গলবার সকাল থেকে তদন্তকারী দল সল্টলেক, বাগুইআটি, কৈখালি, নিউ আলিপুর-সহ কলকাতার একাধিক ঠিকানায় হানা দেয় । এদিকে ইডিকে দেখেই সাততলা ফ্লাট থেকে পাশের বাড়ির ছাদে নিজের দুটি মোবাইল ফোন ছুঁড়ে দিলেন বাগুইআটির এক ব্যবসায়ী হানিস তসরিওয়াল । এদিন সকালে হানিসের বিলাসবহুল বাড়ি অভিযানে গিয়েছিল ইডির ৮ সদস্যর তদন্তকারী দল । যদিও ইডির সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা ওই মোবাইল দুটি উদ্ধার করে আনে । তার মধ্যে একটি মোবাইলের ব্যাক কভারে ৫০০ টাকার একটি নোটও রাখা ছিল বলে জানা গেছে । কিসের ভয় ওই ব্যবসায়ী এই কাণ্ড ঘটালো তা জানতে মোবাইল দুটি বাজেয়াপ্ত করে খতিয়ে দেখছে ইডি।
এর আগে গত বছরের এপ্রিলে একই কান্ড ঘটিয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । বাড়িতে সিবিআইকে দেখেই তদন্তকারী দলেদের সামনেই তিনি আচমকা তাঁর মোবাইল ফোন দু’টি পাঁচিলের উপর থেকে পাশের পুকুরের জলে ফেলে দিয়েছিলেন । মোবাইল দুটি উদ্ধার করতে বহু কাঠখড় পোড়াতে হয় সিবিআইকে । মেশিনের সাহায্যে পুকুরের জল বের করে দিয়ে তবেই উদ্ধার হয় জীবনকৃষ্ণর দুটি মোবাইল ।।