এইদিন ওয়েবডেস্ক,মন্দারমণি,২১ ডিসেম্বর : সৈকত নগরী মন্দারমণির বিলাসবহুল হোটেল থেকে উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার এক তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । মৃত তৃণমূল নেতাকে আবুল নাসার(৩৪) বলে চিহ্নিত করেছে পুলিশ । তার বাড়ি আমডাঙার আদহাটা পঞ্চায়েত এলাকায় । ওই পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান মৃতের স্ত্রী । আমডাঙা থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে পূর্ব মেদিনীপুরের মন্দারমণির সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিলেন তিনি। ছিলেন একটা বিলাসবহুল হোটেলে । আজ শনিবার সকালে নিজের ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় দলের কয়েকজন সদস্য । পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । এদিকে ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । পুলিশ মৃতের বান্ধবীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে । পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেলের কর্মীদের । তবে আবুল নাসারের স্ত্রীও বিনোদন ভ্রমণে গিয়েছিলেন কিনা তা স্পষ্ট নয় । ঘটনার তদন্ত শুরু করেছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ।
তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আনিসুর রহমান । সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মহত্যা বা খুন কিনা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ । পুলিশ জানিয়েছে,দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে । একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ।।