এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),০৫ এপ্রিল : রাজস্থানের আজমীর শরীফে গিয়ে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করতে গিয়েছিলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লকের ভিঙ্গল অঞ্চলের মিসকিনপুর গ্রামের বাসিন্দা আলী মর্তুজা নামে বছর একুশের এক যুবক । সেখানে ভাড়া বাড়িতে থাকতেন তিনি । শনিবার রাত্রে ভাড়া বাড়ির ঘর থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ । ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । তবে মৃতের পরিবারের দাবি খুন করা হয়েছে মর্তুজাকে । মৃতদেহের ময়নাতদন্তের পর বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানা গেছে ।
মিসকিনপুর গ্রামের বাসিন্দা আলী মর্তুজার বাড়িতে রয়েছে স্ত্রী এবং ২৪ দিনের এক কন্যা সন্তান । দিন পনেরো আগে রাজস্থানের আজমীর শরীফে রাজমিস্ত্রীর যোগাড়ের কাজে গিয়েছেলেন । মৃতের স্ত্রী সামিনা খাতুন বলেন,’শনিবার দুপুরের আমার সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয়েছে । তখন আমার স্বামী আমাকে জানায় ওখানে কিছু লোক নাকি ওকে ৮ হাজার টাকা ও জুতো চুরির অপবাদ দিয়েছে । তাই আমার স্বামী মানসিক ভাবে খুব ভেঙে পড়েছিল । আমি তখন এনিয়ে মন খারাপ না করার জন্য বোঝাই । আর তারপরই রাত্রে ওর মৃত্যুর খবর পাই ।’ তিনি বলেন,’স্বামী আত্মহত্যা করতে পারে না । আমার সন্দেহ আমার স্বামীকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ।’।