এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ এপ্রিল : মাঠের মাঝে বটগাছ থেকে উদ্ধার হল আঠারো বছর বয়স্ক এক পুরোহিতের ঝুলন্ত দেহ । বর্ধমান জেলার ভাতার থানার মাধপুর গ্রামের বাসিন্দা ওই তরুণ পুরোহিতের নাম লোকনাথ ভট্টাচার্য । প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই তরুণ। তবে ঠিক কি কারনে সে আত্মঘাতী হয়েছেন তা নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । এদিকে এই অকালমৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে ।
জানা গেছে,মাধপুর গ্রামের বাসিন্দা গদাধর ভট্টাচার্য ও ইতিদেবীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছিল লোকনাথ। মাধপুরের অধিষ্ঠাতা দেবতা মাধেশ্বর শিবের একমাত্র সেবাইত ছিলেন গদাধরবাবুরা । অত্যন্ত হতদরিদ্র পরিবার । লোকনাথ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন । কিন্তু পারিবারিক অভাবের কারনে আর পড়াশোনা হয়নি । বর্ধমান শহরে একটি দোকানে কাজে লেগেছিলেন লোকনাথ । বাড়ি থেকে যাতায়াত করতেন । পাশাপাশি মাধেশ্বর শিবের নিত্যসেবার কাজও সামলাতেন তিনি ।
গদাধরবাবু জানান,শনিবার রাত দশটা নাগাদ তাঁর ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায় । তারপর আর বাড়ি ফেরেনি । এরপর আজ সকালে কয়েকজন কৃষক মাঠে গিয়ে একটা বটগাছের ডাল থেকে ছেলেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় । এদিকে একমাত্র সেবাইতের মৃত্যুতে মাধেশ্বর শিবের নিত্যসেবার কাজ কে করবে তা নিয়ে চিন্তায় আছে গ্রামবাসী ৷।