এইদিন ওয়েবডেস্ক,ফারুখাবাদ,০১ জুন : উত্তরপ্রদেশের ফারুখাবাদে বিদ্যুৎ বিভাগে কর্মরত এক ইঞ্জিনিয়ার নিজের অফিসে কুখ্যাত সন্ত্রাসবাদী নিহত ওসামা বিন লাদেনের ছবি টাঙিয়ে বিতর্কে জড়ালেন । ফারুখাবাদের নবাবগঞ্জ পাওয়ার কর্পোরেশনের সাব-ডিভিশনাল অফিসার রবীন্দ্র প্রকাশ গৌতম নামে ওই ইঞ্জিনিয়ার লাদেনকে নিজের আদর্শ মনে করেন । আর সেই কারনে তিনি ছবির নিচে লিখে রেখেছেন,’ইনি আমাদের সেরা ইঞ্জিনিয়ার । বিন লাদেন আমাদের গুরু। ছবিটি খুলে ফেলা হলে অন্য আর একটি লাগানো হবে । এই ছবিটি আমার তোলা । ওসামা বিন লাদেন বিশ্বের সেরা ইঞ্জিনিয়ার ।’
যদিও তাঁর এই ‘সন্ত্রাসী প্রেম’ পছন্দ হয়নি সহকর্মীদের । ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তীব্র সমালোচনায় মুখর হয়েছেন নেটাগরিকরা । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছলে তড়িঘড়ি ছবিটি খুলে ফেলা হয় । বিদ্যুৎ বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার এসকে শ্রীবাস্তব জানান, বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে । রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে ।
প্রসঙ্গত,ওসামা বিন লাদেন ছিলেন বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী ৷ তিনি নেপথ্যে থেকে বিশ্ব জুড়ে বহু নাশকতা চালিয়েছিলেন । যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলা ছিল মূলত তাঁরই মস্তিষ্ক প্রসূত । ওই হামলার পর থেকেই তাকে খুঁজছিল মার্কিন সেনা । কিন্তু ওসামাকে গোপনে আশ্রয় দেয় পাকিস্থান । পাকিস্তানের আ্যবোটাবাদ শহরে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টিত একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল তাকে । কিন্তু ২০১১ সালের ২ মে গভীর রাতে মার্কিন কমান্ডোরা ২টি হেলিকপ্টারে চড়ে ওই বাড়ির ছাদে নেমে ভিতরে ঢুকে ওসামাকে খতম করে ।।