সঙ্গীতা চৌধুরী,কলকাতা,০৯ মার্চ : বড় বড় কর্পোরেট সেক্টরদের শপিং মল কালচারে অভ্যস্ত সাধারণ মানুষকে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে টেনে আনার জন্য অভিনব উদ্যোগ নিয়েছে চার বন্ধু – অত্রি, দেবারতি, সৌরভ ও কোলাজ । তাদের স্বপ্নের ‘দ্য লোকাল জ্যাম’ এর উদ্যোগে খুব শীঘ্রই কলকাতার সাউথ সিটি মল থেকে দু’মিনিট দূরত্বে প্রিন্সটন ক্লাবে একটা প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছ আগামী ১৬ ও ১৭ ই মার্চ। মোট ৩০ টি ব্র্যান্ডের জিনিস থাকবে এখানে। লক্ষ্য একটাই ক্ষুদ্র ব্যবসায়ীদের এক ছাতার তলায় নিয়ে আসা। গরম ইতিমধ্যেই পরে গেছে। পয়লা বৈশাখও সামনেই। সেই কারণে এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে সামার হিউস( summer hues) ।
অনুষ্ঠানের উদ্যোক্তারা বলেন, আমাদের চার বন্ধুর একটি ক্ষুদ্র উদ্যোগ যেখানে আমরা চেষ্টা করেছি কলকাতা এবং পশ্চিমবঙ্গের ছোট ছোট ব্যবসায়ীদের যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসায় নেমেছেন এবং যারা মূলত হাতের কাজ করেন তাদেরকে এক ছাদের তলায় আনতে। আগামী ১৬ ও ১৭ তারিখ প্রিন্সস্টন ক্লাবে এই প্রদর্শনীটি শুরু হবে দুপুর বারোটা থেকে চলবে রাত্রি নটা পর্যন্ত । মোট ৩০ টা ব্র্যান্ড এখানে থাকবে”। তবে শুধু ক্ষুদ্র ব্যবসায়ীরা নয়, এই প্রদর্শনীতে থাকবেন শিল্পীরা।
দেবারতি বলেন,আমরা আমাদের এই এক্সিবিশনে শুধু ক্ষুদ্র ব্যবসায়ী নয় আর্টিস্ট যারা ডিজাইনিং শুরু করেছেন কিন্তু সেই ভাবে কোন প্লাটফর্ম পান নি, স্ট্রাগল করছেন এই ধরনের মানুষ ও শিল্পীদের আমরা একটা জায়গা করে দেওয়ার চেষ্টা করছি ।
কোলাজ সেনগুপ্তর কথায়,আমার এবং আমার বন্ধু দেবারতির একটি বুটিক আছে। বিগত ৫-৬ বছর ধরে আমরা সেটি চালাচ্ছি। আমাদের সেই অপারেটিং এর জায়গাটি হল অনলাইন। একদিন কথা বলতে বলতেই আমরা ঠিক করি যে যদি এরকম কোন এক্সিবিশন কাম সেল করা যায় যেখানে আমাদের মতই যারা বাড়ি থেকে খুব ছোটো করে বুটিক বা কারিগরি শিল্পের ব্যবসা করছেন তাদের সবাইকে নিয়ে যদি এক ছাতার তলায় নিয়ে আসা যায় তাহলে কেমন হয়! অবশেষে তাদের সেই ভাবনা বাস্তবের রূপ পেতে চলেছে।।