এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৮ নভেম্বর : ইসরায়েলে ৭ অক্টোবরের গণহত্যায় অংশ নেওয়া হামাস সন্ত্রাসী মুহাম্মদ আল-খতিব (Muhammed al-Khatib) বেলজিয়ামে (Belgium) পালিয়েছে এবং সেখানে স্বাধীনভাবে বসবাস করছে বলে খবর পাওয়া গেছে । জেআইডি সংস্থার মতে, বেলজিয়ামে তার নতুন জীবন থেকে আল-খতিব হামাস-পন্থী প্রচারণা চালিয়ে যাচ্ছে, এমনকি ইউরোপ জুড়ে অবাধে ভ্রমণ করছেন।
জেআইডি কর্তৃপক্ষের কাছে ৬৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে যেখানে দেখানো হয়েছে যে আল-খতিব প্রকাশ্যে গণহত্যার অপরাধীদের প্রশংসা করছে, ইসরায়েল-বিরোধী উস্কানি ছড়িয়ে দিচ্ছে, প্রকাশ্যে নিজেকে এবং ৭ অক্টোবরের হামলায় তার ভূমিকা গর্বের সঙ্গে বর্ণনা দিচ্ছে এবং সেদিন ইসরায়েলি ভূখণ্ডের ভিতরে রেকর্ড করা যাচাইকৃত ফুটেজে সশস্ত্র অবস্থায় তাকে দেখাও যায়। তার পরেও
ওই কুখ্যাত নৃশংস সন্ত্রাসবাদীকে বেলজিয়াম আশ্রয় দেওয়ায় প্রশ্ন উঠছে যে তাহলে কি তারা হামাসের ইহুদি নরসংহারকে ন্যায্যতা দিচ্ছে ?
যদিও ধর্মনিরপেক্ষতার নামে ইউরোপীয় দেশগুলির ভন্ডামি নতুন ঘটনা নয় । মূলত বামপন্থী বা বামপন্থী ঘেঁষা অধিকাংশ ইউরোপীয় দেশের শাসকরা ধর্মনিরপেক্ষতার নামে উদার অভিবাসন নীতিকে গ্রহন করায় নিজের দেশের নাগরিকদের জীবনই অস্তিত্ব সঙ্কটে ফেলে দিচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে ধর্ষণ বা গনধর্ষণ ও হত্যাকাণ্ডের মত ঘটনা । এইকারনে নিউজিল্যান্ড, সুইডেন, জার্মানির মত দেশগুলিতে কট্টর জাতীয়তাবাদী দলগুলির ক্রমশ উত্থান হচ্ছে ।
ইসরায়েল-হামাস যুদ্ধেও ফ্রান্স, বেলজিয়ামের মত কথিত সেকুলার দেশগুলি ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীটির প্রতিই কার্যত সমর্থন ব্যক্ত করেছিল । যদিও ৭ অক্টোবরের গণহত্যায় অংশ নেওয়া হামাস সন্ত্রাসী মুহাম্মদ আল-খতিবকে বেলজিয়াম আশ্রয় দেওয়ার বিষয়ে ইহুদি রাষ্ট্রটির তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।।

