এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৪ নভেম্বর : ইসরায়েল ডিফেন্স ফোর্সের ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়া ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হামাসের মধ্যে এখন ব্যাপক ভয় ঢুকে গেছে । সেই কারনে তারা কয়েকদিন যুদ্ধ বন্ধের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেওয়ার প্রস্তাব দিতে শুরু করেছে, যাতে অন্তত সাময়িকভাবে আইডিএফের হামলা থেকে রেহাই পাওয়া যায় । সন্ত্রাসী হামাসের সশস্ত্র শাখা আল- কাসাম ঘোষণা করেছে যে তেল আবিব কর্তৃপক্ষের সাথে পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৭০ জন ইসরায়েলি অপহৃতকে মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে ।
হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবেদাহের উদ্ধৃতি দিয়ে রয়টার্স সোমবার রাতে জানিয়েছে যে আজ রাতে ইসরাইলের সাথে পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় আটক ৭০ জন নারী ও শিশুকে মুক্তি দেবে। আবু ওবাইদাহ বলেছে,’গত সপ্তাহে, কাতারি ভাইদের দ্বারা নারী ও শিশুসহ শত্রু বন্দীদের মুক্ত করার চেষ্টা করা হয়েছিল এবং তাদের মুক্তির বিনিময়ে শত্রুদের হাতে আটক ২০০ ফিলিস্তিনি শিশু এবং ৭৫ জন নারীকে মুক্তি দিতে হবে।’ ওই সন্ত্রাসী আরও বলেছে যে যুদ্ধবিরতি সম্পূর্ণ হওয়া উচিত এবং গাজার সমস্ত অংশে মানবিক সাহায্য সরবরাহ করা উচিত।
আবু ওবাইদাহ যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বিলম্ব করার জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছে । যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আন্তর্জাতিক সংস্থাগুলির অনুরোধে সাড়া দিয়ে বলেছিলেন যে সমস্ত অপহৃতদের মুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না ।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের বিভিন্ন শাখার হাতে বর্তমানে ২৪০ জন ইসরায়েলি নাগরিক পনবন্দি রয়েছে । এর আগে জাতিসংঘ ঘোষণা করেছিল যে আগামীকাল (মঙ্গলবার, ১৪ নভেম্বর ) থেকে জ্বালানীর অভাবে তাদের কর্মীরা গাজার জনগণকে সাহায্য করতে পারবে না ।।