এইদিন ওয়েবডেস্ক,আগ্রা(উত্তরপ্রদেশ),২০ মে : উত্তরপ্রদেশের আগ্রার তাজগঞ্জ থানা এলাকার তাজমহলের নাগালাপাইমার সান্দালি মসজিদে এক মহিলার অর্ধনগ্ন বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ । মহিলার মাথা পাথর দিয়ে থেঁতলানো ছিল । মহিলার মুখ এতটাই বিকৃত ছিল যে প্রথমে পুলিশ তার পরিচয় জানতে সক্ষম হয়নি । মৃতদেহের কাছ থেকে কোনো ফোন পাওয়া যায়নি। আশেপাশে শুধু একটি মানিব্যাগ ছিল যাতে একটি ছেলের পাসপোর্ট সাইজের ছবি ছিল।পুলিশ তদন্ত করে জানতে পারে ছেলেটির নাম আমির খান । প্রাথমিকভাবে অনুমান মহিলাকে গনধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার পরিচয় লুকতে পাথর দিয়ে মাথা থেঁতলে দিয়েছিল ঘাতকরা । এই বিষয়ে এসিপি সদর পীযূষ কান্ত রাই বলেন, মহিলার লাশের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে ধর্ষণ হয়েছে কি না। এছাড়া সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
জানা গেছে,রবিবার বেলা ৩টার দিকে নামাজিরা মসজিদে পৌঁছালে মহিলার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন । খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় । পাশাপাশি পুলিশ আমির খানের বাড়ি তদন্তে যায় । পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তার মা জানায় যে তিনি নিজেই ওই মহিলাকে ছেলের ছবি দিয়েছিলেন। আমিরের মা দাবি করেছেন, ওই মহিলা মসজিদে কাজ করতেন এবং ভূত ছাড়ানোর কাজ করতেন । আমিরের মা চেয়েছিলেন মহিলাটি তার ছেলের উপর কিছু ভুতুড়ে কাজ করুক যাতে সে একটি ভাল চাকরি পায়।
ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে,আমিরের মাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মহিলার বাড়ির তথ্য সংগ্রহ করে। জানা গেছে, নিহত মহিলার বয়স ৩৫ বছর। তিনি বিবাহিত ছিলেন এবং তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে । তার একটি ১৫ বছরের মেয়েও রয়েছে। প্রতিদিন সকাল ৮টায় কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে দুপুর ২টায় ফিরতেন ওই মহিলা ।এখন ওই নারীকে শনাক্ত করার পর পুলিশ মনে করছে যে হত্যাকাণ্ডের সঙ্গে সান্দ্রি মসজিদের যোগসূত্র থাকতে পারে। এ ছাড়া ওই নারীকে মসজিদের মধ্যে গনধর্ষণ করা হয়েছে এবং এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলেও সন্দেহ রয়েছে।।

