এইদিন ওয়েবডেস্ক,পোর্ট-অব-প্রিন্স,২৭ জানুয়ারী : চলতি মাসে হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্সে সশস্ত্র অপরাধী চক্রের হাতে এক ডজনেরও বেশি পুলিশকর্মী নিহত হয়েছে । তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর রাস্তায় কার্যত তান্ডব চালালো হাইতির পুলিশকর্মীরা । সহকর্মীদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য তারা সরকারকে দায়ী করেন । বৃহস্পতিবার ১০০ জনের বেশি বিক্ষোভকারী পোর্ট-অব-প্রিন্সে রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদের পাশাপাশি নিরাপত্তা ক্যামেরা ভেঙে দেয় এবং যানবাহন ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করে। বেশ কয়েকজন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির বাসভবনের গেট ভেঙ্গে ফেলেন এবং পরে টাউসাইন্ট লুভারচার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েতে গিয়ে বিমান চলাচল বন্ধ করে দেয় । উত্তপ্ত পরিস্থিতির জন্য স্কুলগুলো সেদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল । পুলিশ কমিশনার জিন ব্রুস মারটিল স্থানীয় রেডিওকে বলেছেন, বুধবার সশস্ত্র অপরাধী চক্র চারজন পুলিশ কর্মীকে থানার বাইরে টেনে নিয়ে যাওয়া এবং তাদের “মৃত্যুদণ্ড” দেওয়ার আগে হামলাকারীদের হাতে আরও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন ।
আমেরিকার সবচেয়ে দরিদ্র দেশগুলির মধ্যে অন্যতম হাইতি । ২০২১ সালের জুলাইয়ে রাষ্ট্রপতি জোভেনেল মোইসের হত্যাকাণ্ডের পর থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে । ন্যাশনাল ইউনিয়ন অফ হাইতিয়ান পুলিশ অফিসারের মতে, চলতি বছরের শুরু থেকে সশস্ত্র দলগুলোর হাতে ১৪ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন । জাতিসংঘ গত বছর হাইতিতে ১,৩৫৯ টি অপহরণের ঘটনা রেকর্ড করেছে । ২০২২ সালে ২,০০০-এরও বেশি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছিল, যা আগের বছরের তুলনায় এক তৃতীয়াংশ বেশি । জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, হাইতির পুলিশ বাহিনী সংখ্যায় খুবই কম এবং স্বল্প সংস্থানের মধ্যে রয়েছে । যে কারনে দেশের অপরাধী চক্রকে নিয়ন্ত্রণে আনা পুলিশের পক্ষে অসম্ভব হয়ে উঠছে ।।