এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১০ এপ্রিল : মুম্বাইয়ে ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাইদের ছেলে হাফিজ তালহা সাইদকে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA)-এর আওতায় কুখ্যাত জঙ্গি ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । এই প্রসঙ্গে ৮ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ‘হাফিজ তালহা সাইদ হলেন লস্কর ই তৈয়বার নেতা হাফিজ সাইদের ছেলে । ভারতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করছেন ৷ তিনি জঙ্গিদের নিয়োগ এবং সন্ত্রাসবাদী সংগঠনের জন্য অর্থ সংগ্রহের সাথে জড়িত । তাই ইউএপিএ আইনে হাফিজ তালহা সাইদকে সন্ত্রাসী ঘোষণা করা হয়েছে ।’
উল্লেখ্য, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড ছিল জামাত-উদ-দাওয়া (JUD) প্রধান হাফিজ সাইদ । পাকিস্তান আদালত তাকে ৩২ বছরের কারাদণ্ড এবং ৩ লক্ষ ৪০ হাজার পাকিস্থানি মুদ্রা জরিমানা করেছে । হাফিজ সাইদের ছেলে হাফিজ তালহা সাইদ লস্কর ই তৈয়বার (এলইটি) বরিষ্ঠ ধর্মগুরু ও জঙ্গি হিসাবে পরিচিত । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালহা সাইদ জাতিসংঘ মনোনীত একজন জঙ্গি সন্ত্রাসী যার উপর মার্কিন যুক্তরাষ্ট্র ১০ 10 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে । সন্ত্রাসবাদী কার্যকালাপে অর্থ বিনিয়োগের মামলায় ২০১৯ সালের জুলাই মাসে গ্রেপ্তার করা হয়েছিল । ২০০৮ সালে মুম্বাই হামলার পরিকল্পনা করেছিল, যাতে অনেক নিরীহ নাগরিক লোক প্রাণ হারিয়েছিলেন ৷ আর তার এই সমস্ত সন্ত্রাসবাদী গতিবিধির কারনে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় চিহ্নিত সন্ত্রাসী (designated terrorist) হিসাবে ঘোষণা করা হল ।।