জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),১৫ ডিসেম্বর : ছাত্রছাত্রীদেরও যে সমাজের প্রতি একটা দায়িত্ব-কর্তব্য আছে আবার তার প্রমাণ রাখল গুসকরা শহর তৃণমূল ছাত্র পরিষদ ও গুসকরা কলেজের ছাত্র পরিষদের সদস্যরা । গুসকরা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হলো গুসকরা নিউটাউন সংলগ্ন কলেজ মোড় । কলেজের ছাত্রছাত্রীরা ছাড়াও প্রয়োজনে অনেক অভিভাবকেরাও কলেজ কর্তৃপক্ষের কাছে আসেন । এছাড়াও এই এলাকায় অনেকগুলো দোকান এবং সর্বোপরি ব্লকসহ কয়েকটি সরকারি দপ্তর থাকার জন্যেও অনেককেই এখানে আসতে হয় । অথচ কাছাকাছি পানীয় জলের সংস্থান না থাকায় এখানে আগত লোকজনদের পানীয় জলের জন্য প্রচন্ড সমস্যায় পড়তে হয় । বিশেষ করে গ্রীষ্মকালে পরিস্থিতি চরমে ওঠে। কলেজের ভিতরে পানীয় জলের ব্যবস্থা থাকলেও সেটা কেবলমাত্র ছাত্রছাত্রীদের চাহিদা মেটাতে সাহায্য করে । কলেজ বন্ধ থাকলে গৃহশিক্ষকের কাছে পড়তে আসা ছাত্রছাত্রীরাও সমস্যায় পড়ে যায়। এবার সকলস্তরের মানুষের সমস্যা মেটানোর উদ্যোগ নিল গুসকরা শহর তৃণমূল ছাত্র পরিষদ ।
১৫ ই ডিসেম্বর গুসকরা শহর তৃণমূল ছাত্র পরিষদের একদল প্রতিনিধি, সঙ্গে কলেজের কয়েকজন বর্তমান ছাত্রছাত্রীও ছিল, গুসকরা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন গীতারাণী ঘোষের সঙ্গে সাক্ষাৎ করে এবং কলেজ সংলগ্ন কোনো একটি জায়গায় একটি ওয়াটার এটিএম স্থাপন করার জন্য অনুরোধ করেন । প্রতিনিধি দলে ছিলেন সৌভিক, হেমন্ত, বিকাশ, অঙ্কুর, সংকেত, ছট্টু, রিয়াজ, জান্নাত, মলি, রিয়া, রঞ্জিতা সহ কলেজের বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী। জানা যাচ্ছে পুরসভা কর্তৃপক্ষ তাদের অনুরোধ বিবেচনা করার আশ্বাস দিয়েছে।
গুসকরা শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সৌম্যদীপ চ্যাটার্জ্জী বললেন, ‘দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের সমস্যাটা চোখে পড়ছিল। তাই এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করি । কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ।
গুসকরা কলেজের প্রথম সেমিষ্টারের ছাত্রী মলি দাস বললেন, ‘কলেজে আগত অভিভাবকদের দাবি ছিল কলেজ পরিসীমার বাইরে পানীয় জলের ব্যবস্থা না থাকায় তারা বেশ সমস্যায় পড়েন । বিষয়টি শহর তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের কানে তুলি । যদিও তারা এই বিষয়ে ওয়াকিবহাল ছিলেন । তাই সমস্যা সমাধানে আমরা পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করি ।’
ছাত্রছাত্রীদের সমাজ সচেতনতার ভূয়সী প্রশংসা করে পৌর প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য কুশল মুখার্জ্জী বললেন, ‘তাদের দাবি বা অনুরোধকে সম্মান জানিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’।