শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ ফেব্রুয়ারী : প্রযুক্তির উন্নতির সাথে সাথে ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রাম বাংলার যাত্রাশিল্প । আর এই ঐতিহ্যবাহী শিল্পকে চাগিয়ে তুলতে উদ্যোগী হল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের গুসকরা শহরের একটা সংগঠন । ‘আমরা যাত্রা ভালবাসি’ নামে ওই সংগঠনের উদ্যোগে আজ রবিবার একটি অনুষ্ঠান বাড়িতে মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন প্রান্তের স্বনামধন্য সর্বস্তরের শিল্পী, সমাজকর্মী, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সেখ আব্দুল লালন ও অভিনেতা শেখ সঞ্জু। সংগঠনের তরফে সকলকে সম্বর্ধিত করা হয়।
জানা গেছে, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘যাত্রা’কে ফের সমাজের ফিরিয়ে আনার লক্ষ্যে ওই সংগঠনের উদ্যোগে আজ এই বিশেষ আয়োজন করা হয়। আর সংগঠনের এই লক্ষ্যকে বাস্তবায়িত করতে এগিয়ে এলেন সমাজকর্মী শেখ আব্দুল লালন। এদিন সংগঠনের কর্মকর্তাদের হাতে তিনি বেশ কিছু অর্থ তুলে দেন। আগামী দিনেও সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিনের অনুষ্ঠানে বেশ কিছু ক্ষুদে শিল্পীদের নজরকাড়া প্রদর্শনীতে মন জয় করে সকলের।
শেখ আব্দুল লালন বলেন,’আউশগ্রামের বিভিন্ন প্রান্তের শিশু শিল্পী থেকে অন্যান্য শিল্পীদের কলাকুশলী ও প্রতিভা আজ দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে। আউশগ্রামবাসী হিসাবে এটা আমাদের গর্ব। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা অনুষ্ঠানকে টিকিয়ে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান পদক্ষেপ গ্রহণ করছেন।’ তাঁর সৈনিক হিসেবে লোকসংস্কৃতির এই সংগঠনের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি টলিউডের অভিনেতা শেখ সঞ্জু বলেন,’গ্রামবাংলায় এক সময় মাটিতে বসে যাত্রা অনুষ্ঠান দেখতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে। কিন্তু প্রযুক্তির ক্রম বিকাশে আজ সেভাবে যাত্রানুষ্ঠান দেখতে মানুষের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছেনা ।’ আগামী দিনে এই যাত্রা অনুষ্ঠানকে আধুনিকরণের রূপ দিতে পারলে পুনরায় এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা অনুষ্ঠান সমাজে ফিরে আসবে বলেও তিনি মনে করছেন ।।

