জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),০২ জুলাই : শনিবার বিশেষ ৪১ জন চাহিদা সম্পন্নদের হাতে শংসাপত্র তুলে দিল পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভা । গুসকরা পুরসভার উদ্যোগে ও বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় গত ১৩ ই এপ্রিল বিশেষ ভাবে চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য পুরসভা চত্বরে একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল । প্রায় একশ জন সেই ক্যাম্পে এসেছিলেন নাম নথিভুক্তকরণের জন্য । যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর ৪১ জনকে নির্বাচিত করা হয়েছিল । এদিন পুরসভার পক্ষ থেকে তাঁদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় । বিভিন্ন কারণে যারা আজ উপস্থিত হতে পারেননি তাঁদের শংসাপত্র তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলারদের হাতে । শংসাপত্র পেয়ে প্রাপকরা খুব খুশি ।
এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী, ভাইস চেয়ারম্যান বেলি বেগমসহ সমস্ত কাউন্সিলর, পুরসভার বড় বাবু মধুসূদন পাল, স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক চন্দন যশ সহ অন্যান্যরা ।
চেয়ারম্যান কুশল মুখার্জ্জী বলেন, ‘গুসকরাবাসী আমাদের উপর ভরসা করে ক্ষমতায় এনেছে। তাদের প্রত্যাশার মর্যাদা দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সেটাই আমরা পূরণ করার চেষ্টা করছি। দলীয় নেতৃত্ব সর্বদা পাশে থাকার জন্য আমাদের কাজটা খুব সহজ হচ্ছে ।’।