জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),০৫ আগস্ট : জলজ উদ্ভিদে বুজে যাওয়া কুনুর নদীর গতিপথ পরিষ্কার করালেন পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী । প্রসঙ্গত,গুসকরা শহরের উত্তর দিক দিয়ে প্রবাহিত হওয়া কুনুর নদী কার্যত গুসকরা শহরকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে ১ ও ২ নম্বর ওয়ার্ড। মূল শহরের সঙ্গে পুরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের একাংশের দ্রুত যোগাযোগের জন্য এলাকাবাসীর দাবি মেনে কয়েক বছর আগে ৩ নম্বর ওয়ার্ডের শিববাগানের কাছে কুনুর নদীর উপর সম্পূর্ণ অপরিকল্পিত ও অবৈজ্ঞানিকভাবে নির্মান করা হয় একটি সেতু। কিন্তু সামান্য বৃষ্টি হলেই সেতু চলে যায় জলের তলায়।
কারন এমনিতেই কুনুর নদীর স্রোত কম। তার উপর কচুরিপানা এসে জমা হয় মেলবন্ধন সেতুর মুখে এবং নদীর চলাচলের পথে বাধা সৃষ্টি করে। অতিরিক্ত বৃষ্টি হলে গুসকরা শহরের বিভিন্ন অংশ বন্যার জলে ভেসে যাওয়ার আশঙ্কা দেখা যায়। এদিকে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে একটানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ায় দপ্তর। সম্ভাব্য বিপদ ও পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে আজ শনিবার গুসকরা পুরসভার কয়েকজন কর্মীকে নিয়ে মেলবন্ধন সেতুর কাছে হাজির হন কুশল বাবু। নিজে দাঁড়িয়ে থেকে সেতুর সামনে জমে থাকে কচুরিপানা পরিস্কার করান। তখন কুশল বাবুর সঙ্গে ছিলেন তৃণমূল কর্মী পিন্টু ঘোষ।
চেয়ারম্যান কুশল মুখার্জ্জী বললেন,’বন্যা হলে সেটা আটকানোর মত প্রযুক্তি আমাদের জানা নাই। সম্ভাব্য বিপদের মাত্রা কমানোর জন্য এই উদ্যোগ।’ শহরবাসীদের প্রতি তার আশ্বাস,’আতঙ্কিত হওয়ার কিছু নাই, পুরসভা সর্বদা সতর্ক আছে ।’।