জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),২৯ জুলাই : ঊনবিংশ শতকের অন্যতম বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্ব হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদিকে তিনি ছিলেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, সংস্কৃত ভাষা ও সাহিত্যের একজন পণ্ডিত মানুষ ও গদ্যকার। ২৯ শে জুলাই ছিল বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের ১৩২ তম মৃত্যু বার্ষিকী। পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভার উদ্যোগে এক ভাবগম্ভীর পরিবেশে তাঁর মৃত্যু দিবসটি পালন করা হয়।
গুসকরা স্কুলমোড়ে স্থাপিত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্হানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, কাউন্সিলার যমুনা শিকারী, পুরসভার বড়বাবু মধুসূদন পাল সহ কয়েকজন পুরকর্মী, পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী এবং দেবব্রত শ্যাম, উৎপল লাহা, প্রসাদ ঘোষ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
কুশল বাবু বলেন,’বিদ্যাসাগর এমন এক ব্যক্তিত্ব যার জন্য কোনো ভূমিকার দরকার হয়না। আমাদের জন্য তিনি এত কাজ করে গ্যাছেন যে নিজেই একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছেন এবং মৃত্যুর ১৩২ বছর পর একইরকম প্রাসঙ্গিক থেকে গ্যাছেন। এরকম একজন মানুষকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে আমরা গর্বিত।’।