জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),১৬ মার্চ : ঠিক এক বছর আগে ২০২২ সালের ১৬ ই মার্চ কুশল মুখার্জ্জীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ড গঠিত হয়। নতুন পুরবোর্ডের প্রত্যেক সদস্যই নতুন। গত একবছর ধরে তারা নাগরিকদের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে বা তাদের চাহিদাই বা কি, কোন কোন ক্ষেত্রে আরও উন্নতির অবকাশ আছে ইত্যাদি জানার জন্য ১৬ ই মার্চ দিনটি বেছে নেয় পুরবোর্ডের সদস্যরা।
সরাসরি নাগরিকদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য পুরসভার কনফারেন্স হলে আয়োজন করা হয় এক আলোচনা সভার। সেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলার, পুরসভার বিভিন্ন দপ্তরের কর্মী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বেশ কিছু প্রবীণ নাগরিক।
শিশু শিল্পী সৃজনী চ্যাটার্জ্জীর নৃত্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। তারপর একে একে শহরের প্রবীণ নাগরিকরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। পরিষেবার দিক থেকে আপাতত বড় রকমের ঘাটতি না থাকলেও প্রত্যেকেই কিছু পরামর্শ সবার সামনে তুলে ধরেন। প্রাক্তন শিক্ষক সুশান্ত সাধু বলেন, রাস্তার মাঝ দিয়ে চলে যাওয়া নালাগুলোতে ঢাকনির ব্যবস্থা করা হলে তার মত প্রবীণ নাগরিকদের খুব সুবিধা হয়। আর এক প্রবীণ নাগরিক রবিন সিনহা পুরসভার নিজস্ব আয় বাড়ানোর বিষয়ে পরামর্শ দেন।
প্রদীপ কোঁয়ার শহরের উন্নয়ন সংক্রান্ত ফিরিস্তি যুক্ত পুস্তিকা প্রকাশ করে সেগুলি প্রতিটি ওয়ার্ডের নাগরিকদের হাতে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন। গুসকরা স্টেশনের অবসরপ্রাপ্ত স্টেশন ম্যানেজার কার্তিক কোনার সাধারণ মানুষকে সচেতন করে প্লাস্টিক মুক্ত শহর গড়ে তোলার আহ্বান করেন। তবে মশার আক্রমণের হাত থেকে পুরবাসীরা রেহাই পাচ্ছে না সেই বিষয়ে সবাই একমত হন। পুরবোর্ডের পক্ষ থেকে বক্তব্য রাখেন যমুনা শিকারি, সাধনা কোনার, ভাইস চেয়ারম্যান বেলি বেগম ও চেয়ারম্যান কুশল মুখার্জ্জী। এছাড়া কয়েকজন পুরকর্মীও বক্তব্য রাখেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক প্রবীণ ব্যক্তি বললেন, অতীত দিনের অভিজ্ঞতায় বলতে পারি পরিষেবার ক্ষেত্রে বর্তমান পুর বোর্ডের ভূমিকা খুবই প্রশংসনীয়। তিনি আরও বললেন,আপনাদের মাধ্যমে চেয়ারম্যানের কাছে অনুরোধ ওয়ার্ড ভিত্তিক দলীয় কমিটির বাইরে প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের জন্য প্রবীণদের নিয়ে একটি করে কমিটি গঠন করা হোক যারা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলারদের পরামর্শ দেবেন। আশাকরি এতে শহরের উন্নতি হবে।
নিজেদের ভাত ঘুম নষ্ট করে এবং গরমকে উপেক্ষা করে তাদের ডাকে সাড়া দিয়ে যেভাবে প্রবীণ নাগরিকরা আলোচনা সভায় যোগ দিয়েছেন এবং সুপরামর্শ দিয়েছেন তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কুশল বাবু বললেন,কতটুকু কাজ করতে পেরেছি সেটা সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের পরামর্শ মেনে কতটুকু এগিয়ে যেতে পারছি সেটাও দেখবেন ও ভুলত্রুটি ধরিয়ে দেবেন। তিনি আরও বলেন – এই শহর শুধু আমার বা এই ষোলোজন কাউন্সিলারের নয় আমাদের সবার। আসুন আমরা সচেতন হয়ে হাতে হাত মিলিয়ে শহরের উন্নতি করি। তিনি পুর দপ্তরের প্রতিটি বিভাগের কর্মীদের ভূয়সী প্রশংসা করেন।।