এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),১৮ ডিসেম্বর : তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) ২ দলের মধ্যে কর্তৃত্ব দখলের লড়াই ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার গুসকরা কলেজ ৷ কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব কাদের হাতে থাকবে মূলত তা নিয়েই বিবাদের সূত্রপাত । বুধবার তৃণমূল ছাত্রপরিষদের একটা অংশ এনিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং অধ্যক্ষের কাছে ডেপুটেশন দেয় । পাল্টা আজ বৃহস্পতিবার মিছিল করে তৃণমূল ছাত্রপরিষদের অন্য একপক্ষ । কলেজে তৃণমূল ছাত্রপরিষদের মিছিল ও পালটা মিছিল ঘিরে শিঁদূরে মেঘ দেখছেন বাকি পড়ুয়ারা । তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি স্বরাজ ঘোষ বলেন, ‘গুসকরা কলেজের বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। সংগঠন থেকে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
আসলে,প্রতি বছরের মতও এবারেও নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে গুসকরা কলেজে । অনুষ্ঠান পরিচালনার জন্য সম্প্রতি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ৩৫ জনের একটি কমিটি গঠন করে অধ্যক্ষের কাছে তার তালিকা দাখিল করা হয় । কিন্তু সেই তালিকা মেনে নিতে চাইছে না তৃণমূলের একটি পক্ষ । ওই কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবিতে বুধবার তারা দলীয় পতাকা হাতে মিছিল করে ৷ সেই গোষ্ঠীর এক ছাত্রনেতা মোল্লা আফতাব হোসেনের কথায়, ‘বহিরাগতরা কলেজের উপর প্রভাব খাটিয়ে তাঁদের পছন্দমতো নাম দিয়ে ৩৫ জনের সাংস্কৃতিক কমিটি গঠন করা হয়েছে।’ তাই তারা ওই কমিটি মানবে না ।
এদিকে তারই পালটা হিসাবে আজ মিছিল করে তৃণমূলে ছাত্র সংগঠনের অন্য গোষ্ঠী । ওই গোষ্ঠী সাফ জানিয়ে দেয় যে নির্ধারিত কমিটি কোনো অবস্থাতেই বাতিল করতে দেবে না । এই গোষ্ঠীর তৃতীয় বর্ষের ছাত্র সুমন প্রামাণিক বলেন,’গতকাল যারা মিছিল করেছিল তাদের অধিকাংশেরই কলেজের সঙ্গে সম্পর্ক নেই। যিনি সংবাদমাধ্যমের কাছে বিবৃতি দিয়েছেন(মোল্লা আফতাব হোসেন) তাঁকেও কলেজে নিয়মিত ক্লাস করতে দেখা যায় না। ওরাই বহিরাগতদের নিয়ে মিছিল করেছিল ।’ তিনি এটাও স্পষ্ট করে দেন যে ৩৫ জনের যে কমিটি গঠন করা হয়েছে তা বর্তমানে পাঠরত ছাত্রছাত্রীদের নিয়ে। তাই এই কমিটি কোনো অবস্থাতেই বাতিল করতে দেওয়া হবে না ।
উল্লেখ্য,বর্তমানে গুসকরা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো কমিটি নেই । পূর্বতন কমিটি ভেঙে দেওয়ার পর নতুন কমিটি গঠন করে দেয়নি দল । ফলে কর্তৃত্ব দখল নিয়ে কলেজের টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে প্রায়ই উত্তেজনার সৃষ্টি হয় ।।

