এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ অক্টোবর : ধর্ষণের দায়ে ইতিমধ্যেই ২০ বছরের সাজা ভোগ করছেন ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম । শুক্রবার তাঁকে শিষ্য হত্যার মামলায় দোষী সাব্যস্ত করল হরিয়ানার পঞ্চকুলায় বিশেষ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালত ।আদালত এদিন রাম রহিমসহ ৫ জনকে এই মামলায় দোষী সব্যস্ত করেছে ৷ সাজা ঘোষণা হবে চলতি মাসের ১২ তারিখে ।
প্রসঙ্গত,ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিমের বিরুদ্ধে ২০০২-০৩ সালের মধ্যবর্তী সময়ের মধ্যে তিনটি মামলা রজু করা হয়েছিল । ওই ৩ টি মামলার মধ্যে একটি হল, দুই নারী শিষ্যের যৌন শোষণ সম্পর্কিত । দ্বিতীয়টি সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতি হত্যার মামলা । এই দুই মামলায় ২০১৭ সালের ২০ আগস্টে রাম রহিমকে ২০ বছরের কারাদন্ডের সাজা দেয় আদালত । বর্তমানে তিনি রোহতকের সুনারিয়া জেলে সেই সাজা কাটাচ্ছেন আর তৃতীয় মামলাটি হল রাম রহিমের প্রাক্তন অনুগামী রঞ্জিত সিংকে খুনের ঘটনার সঙ্গে সম্পর্কিত ।
রঞ্জিত সিংকে খুনের ঘটনাটি ঘটে ২০০২ সালের ১০ জুলাই । তাঁর জন্মস্থান কুরুক্ষেত্রের খানপুর কলিয়ান গ্রামে ৪ দুষ্কৃতি তাঁকে গুলি করে খুন করে । এই খুনের ঘটনায় রাম রহিমের হাত আছে বলে প্রথম থেকেই সন্দেহ প্রকাশ করা হচ্ছিল । কারন খুনের ঘটনার কিছুদিন আগেই আশ্রমের মধ্যে মহিলা শিষ্যদের কিভাবে যৌন শোষণ করা হত তা তুলে ধরে একটি বেনামী চিঠি প্রকাশ পায় । ওই চিঠি প্রকশের পিছনে রঞ্জিত সিংয়েরই হাত ছিল বলে রাম রহিমের সন্দেহ হওয়ায় তাঁকে খুন করা হয়েছিল বলে সন্দেহ ছিল সিবিআইয়ের । অবশেষে সিবিআইয়ের সেই সন্দেহ সত্যি প্রমানিত হল । এদিন ওই মামলায় রাম রহিমসহ ৫ জনকে দোষী সাব্যস্ত করল আদালত