এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন ডিসি,২০ জুন : মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বর্নবিদ্বেষের শিকার মানুষ । এবার ওয়াশিংটন ডিসিতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল এক ১৫ বছরের কিশোরী । বেশ কয়েকজন আহত হয়েছেন । রবিবার সন্ধ্যা প্রায় ৬ টা নাগাদ উত্তর-পশ্চিম ডিসিতে একটি রাস্তায় কনসার্ট লক্ষ্য করে এই গোলাগুলিতে একজন পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছেন ।
জানা গেছে,আফ্রিকার বংশভূত আমেরিকান ক্রীতদাসদের মুক্তির স্মরণে ফেডারেল ছুটির দিন “জুনটিন্থ” (Juneteenth) উদযাপন করা হয় । রবিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির ইউ স্ট্রিটে এই উপলক্ষে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল । আর সেই সময় কনসার্ট লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজ । ডিসি পুলিশ প্রধান রবার্ট কন্টি(Robert Contee) বলেছেন গুলিতে ৩ জন সাধারণ মানুষ , ২ জন প্রাপ্তবয়স্ক, একজন কিশোর এবং একজন পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন । তার পায়ে গুলি লেগেছে । আহত পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তার অবস্থা স্থিতিশীল ।
প্রসঙ্গত,চলতি বছরে আমেরিকায় একের পর এক বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে । গত ২৪ মে এক যুবক প্রথমে নিজের ঠাকুমাকে গুলি করে মারে । তারপর সে একটি স্কুলে ঢুকে ১৮ জন শিশুসহ ২১ জনকে হত্যা করে । স্বভাবতই বিশ্বজুড়ে সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমেরিকান বন্দুক সংস্কৃতি ।।