এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,৩০ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের দু’জায়গায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাবাদীদের গুলির লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে । শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে এক সন্ত্রাসবাদী । শুক্রবার জম্মু-কাশ্মীর পুলিশ টুইট করে জানিয়েছে, বারামুল্লার পাত্তান এলাকায় ওই সন্ত্রাসবাদী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে পালটা গুলিতে তার মৃত্যু হয় । অন্য একটি টুইটে পুলিশ জানিয়েছে,বারামুল্লার ইয়েদিপোরার পাত্তান এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে ।
প্রসঙ্গত,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৩ অক্টোবর জম্মু কাশ্মীরে ৩ দিনের দিনের সফরে যাচ্ছেন । তিনি ৩
অক্টোবর সন্ধ্যায় জম্মু পৌঁছাবেন এবং দলের স্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। . পরদিন তিনি রঘুনাথ মন্দিরে যাবেন । একই দিনে রাজৌরিতে বিজেপির একটি সমাবেশে ভাষণ দেবেন এবং সন্ধ্যায় শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর ৫ অক্টোবর সকাল ১০টায় বারামুল্লায় আরেকটি দলীয় সমাবেশে ভাষণ দেবেন শাহ।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন,’অমিত শাহের সফরের আগে সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তিনি জম্মুর অতিরিক্ত মহাপরিচালক জম্মু মুকেশ সিং-এর সাথে রাজৌরি পরিদর্শন করেছেন এবং অমিত শাহের সফরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন ।।