এইদিন ওয়েবডেস্ক,বেরেলি,১১ মার্চ : উত্তরপ্রদেশের বেরেলিতে পুলিশ ও গরুর চোরাকারীদের গুলির লড়াইয়ের ঘটনা ঘটেছে । গুলি লেগে জখম হয়েছে এক পুলিশকর্মী ও এক গরু চোরা কারবারি । আহত দুজনকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে পুলিশ । জানা গেছে,বেরেলির বাহেদী এলাকার আখা গ্রামের একটি আখ ক্ষেতে বৃহস্পতিবার দুটি গরু জবাই করে চোরাকারবারিরা । ওই ঘটনায় স্থানীয় বাসিন্দা মনজুর আহমেদসহ তিনজনের জড়িত থাকার কথা জানতে পারে পুলিশ । তারপর সেখানে অভিযান চালায় পুলিশবাহিনী । পুলিশ তিনজনকে ধরে ফেলে । ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে আখ ক্ষেতে একটি পিস্তল লুকিয়ে রেখেছে মনজুর আহমেদ ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,সেই পিস্তলের সন্ধানে মনজুরকে নিয়ে আখ খেতে যায় পুলিশ । তারপর সে আচমকা লুকিয়ে রাখা মনজুর প্রি-লোডেড পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে । পালটা গুলি চালায় পুলিশও । শেষে মনজুর আহমেদ গুলিবিদ্ধ হলে পুলিশ তার পিস্তলটি ছিনিয়ে নিতে সক্ষম হয় । এদিকে তার আগে ওই দুষ্কৃতীর ছোড়া গুলিতে আহত হন কনস্টেবল রবিরাজ। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান সিও ডাঃ তেজবীর সিং সহ আরও অনেক পুলিশ আধিকারিক । আহত দু’জনকে হাসপাতালে পাঠানো হয় । শুক্রবার পুলিশ গরুর চোরাকারীদের আদালতে তুললে তাদের সকলকে জেল হেফাজতে পাঠানো হয় ।।