এইদিন ওয়েবডেস্ক,ক্যানিং(দক্ষিণ ২৪ পরগণা),৩০ জুলাই : স্নেহের টানে স্বামী পরিত্যক্তা ভাইঝিকে নিজের বাড়িতে এনে রেখেছিলেন পেশায় ক্ষৌরকার কাকা । কাকার অভ্যাস ছিল উপার্জনের টাকা ব্যাঙ্কে না রেখে আলমারির লকারে রাখা । বছর তিনের ধরে কাকার বাড়িতে থাকার সুযোগে গোছা গোছা টাকার বান্ডিল দেখতে পেয়ে যায় ভাইঝি । তারপর সেই টাকা হাতাতে মা ও মায়ের প্রেমিকের সাথে ডাকাতির চিত্রনাট্য রচনা করে ভাইঝি । পরিকল্পনা অনুযায়ী তিন জন সশস্ত্র দুষ্কৃতী হামলা চালিয়ে ভাইঝিকে প্রাণে মারার ভয় দেখিয়ে ঘরের মধ্যে ঢুকে আলমারি ভেঙে নগদ প্রায় ১০ লক্ষ ৫৮ হাজার টাকা, গয়না ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় । গত সোমবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার এক নম্বর দিঘীরপাড় এলাকার বাসিন্দা বিমল প্রামাণিকের বাড়িতে সেই দুঃসাহসিক ডাকাতির তদন্তে নেমে গুনধর ভাইঝির কীর্তি জানতে পারে পুলিশ । পুলিশ ডাকাতির পরিকল্পনাকারী বিমলবাবুর ভাইঝি রেখা প্রামানিক,তার মা সারথী প্রামানিক এবং মায়ের প্রেমিক বাপি মোল্লাকে গ্রেফতার করেছে । পাশাপাশি পুলিশ ঘটকপুকুরে বাপি মোল্লা ও সারথীর বাড়িতে হানা দিয়ে উদ্ধার করেছে ডাকাতি করা টাকা এবং ড্রিল মেশিন-সহ অন্যান্য জিনিসপত্র ।
জানা গেছে,ভাঙড় থানার ঘটকপুকুর এলাকার বাসিন্দা পেশায় গাড়িচালক বাপি মোল্লার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সারথী প্রামানিকের । বাপির বিরুদ্ধে পুলিশের কাছে একাধিক অভিযোগ আছে । অন্যদিকে দিঘীরপাড় এলাকার বাসিন্দা বিমল প্রামাণিকের বাড়িতে রয়েছেন তার বৃদ্ধা মা । ক্যানিং বাজারে সেলুন রয়েছে বিমলবাবুর । তার ভাইঝি রেখার বিয়ে হয়েছিল । কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হলে সে বছর তিনেক আগে কাকার কাছে এসে আশ্রয় নেয় ।
জানা গেছে,সাধারণত সন্ধ্যার সময় বাড়িতে থাকেন না বিমলবাবু ৷ গত সোমবার সন্ধ্যায় তার মা পাড়ার একটা মন্দিরে গিয়েছিলেন৷ বাড়িতে একাই ছিল রেখা । সেই সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাথায় হেলমেট ও গলায় কালো কাপড় বেঁধে আসা তিন দুষ্কৃতী এসে রাখির মুখ হাত-পা বেঁধে আলমারি ভেঙে নগদ টাকা সহ বাকি সামগ্রী লুটপাট করে পালায় । অভিযোগের ভিত্তিতে পরে পুলিশ রাখিকে জেরা করলে তার কথার মধ্যে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করে৷ পুলিশ তাকে চেপে ধরতেই মা ও মায়ের প্রেমিকের সাথে কাকার বাড়িতে ডাকাতির পরিকল্পনার কথা উগরে দেয় । এরপর ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের নেতৃত্বে ভাঙরে ঘটকপুকুর এলাকায় বাপি মোল্লার বাড়িতে পুলিশ হানা দিয়ে উদ্ধার করে লুটপাট করা টাকা ও অনান্য সামগ্রী । জানা গেছে,পুলিশের জেরায় রেখা জানিয়েছে যে ডাকাতির টাকায় তারা জমি কেনার পরিকল্পনা করেছিল ।।