দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ এপ্রিল : ধর্মীয় রীতি মেনে গাজনে সন্ন্যাস ব্রত পালন করছিলেন সেনা জওয়ান । দিনের শেষে সকলের সঙ্গে পুকুরে স্নান করতে নেমেছিলেন । সেই সময় কোনও ভাবে তিনি গভীর জলে তলিয়ে যান । তাঁকে জল থেকে তুলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নানুর থানার নতুনগ্রামে । মঙ্গলবার রিন্টু মণ্ডল(২৫) নামে ওই জওয়ানের মৃতদেহটি কাটোয়া শ্মশানে সেনাবাহিনীর উপস্থিতিতে দাহকার্য করা হয় । তার আগে সেনাবাহিনীর তরফ থেকে নিহত জওয়ানের উদ্দেশ্যে গানস্যালুট দেওয়া হয় ।
নানুরের নতুনগ্রামের বাসিন্দা পেশায় কৃষক উদয় মণ্ডলের দুই ছেলেমেয়ের মধ্যে বড় রিন্টু । মেয়ে পম্পা এমএ পাঠরতা । বছর সাতেক আগে সেনাবাহিনীতে যোগ দেন রিন্টু । মৃতের মা বন্দনাদেবী বলেন,’আমার ছেলে ছোট থেকেই মহাদেবের ভক্ত । গ্রামেই রয়েছে শিবমন্দির । ছুটিতে বাড়ি এলেই শিব মন্দিরে প্রনাম করতে যেত । বেশ কয়েক বছর ধরে গাজনের সময় সন্নাসব্রত পালন করছিল । এবারেও ব্রত পালনের উদ্দেশ্যে আট দিন আগে ছুটি নিয়ে বাড়ি এসেছিল । কিন্তু মঙ্গলবার বিকেলে আমাদের যে এই সর্বনাশ হয়ে যাবে স্বপ্নেও কল্পনা করিনি ।’
স্থানীয় সুত্রে জানা গেছে,নতুনগ্রামের শিব মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর । সন্ন্যাস ব্রত পালনকারী যুবকরা সোমবার বিকেলে সেখানে স্নান করতে নেমেছিলেন । সেই সময় তিনি জলে ডুবে যান । বেশ কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । এদিন ময়নাতদন্তের পর মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় ।।