এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১৫ মে : আজ জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরার ত্রালে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনী জৈশ-ই- মোহাম্মদের তিন সন্ত্রাসীকে নিকেশ করেছে। ত্রালে এখনও গুলি চালানো হচ্ছে। লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খোঁজ চলছে। ইতিমধ্যে, ত্রাল সংঘর্ষের একটি ড্রোন ভিডিও প্রকাশিত হয়েছে। এই ড্রোন ভিডিওতে সন্ত্রাসীদের লুকিয়ে থাকতে দেখা যাচ্ছে। আরেকটি ফুটেজে একজন সন্ত্রাসীকে হত্যা করতে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে আরও সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে।
আজ ভোরে তিন জৈশ সন্ত্রাসী খতম হয়েছে। তারা সকলেই ত্রালের বাসিন্দা। তাদের নাম আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমেদ বাট। ত্রালের নাদির গ্রামে এই এনকাউন্টার চলছে। ৪৮ ঘন্টার মধ্যে পুলওয়ামায় এটি দ্বিতীয় এনকাউন্টার। মঙ্গলবার শোপিয়ানে তিন লস্কর সন্ত্রাসী নিকেশ হয়েছে। এই সন্ত্রাসীদের হত্যার পর, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে ১৫ মে, গোয়েন্দা তথ্য পাওয়ার পর, অবন্তীপোরার ত্রালের নাদিরে তল্লাশি অভিযান শুরু করা হয়। ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ ত্রালের নাদিরকে ঘিরে ফেলে। সৈন্যরা কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর, তারা সন্ত্রাসীদের উপর গুলি চালায়। অভিযান এখনও চলছে।
মঙ্গলবার শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর এক বিশেষ অভিযানে তিন লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসী খতম হয়। জিনপাথের কেলার এলাকায় নিরাপত্তা বাহিনী এই সন্ত্রাসীদের ঘিরে ফেলে। এই অভিযানের নামকরণ করা হয় অপারেশন কিলার। এই অভিযানে খতম লস্কর সন্ত্রাসীদের মধ্যে একজনের নাম শহীদ কুট্টে। সে শোপিয়ানের বাসিন্দা ছিল ।২০২৩ সালের ৮ মার্চ, লস্করে যোগ দেয় । ২০২৪ সালের ১৮ মে, শোপিয়ানের হিরপোরায় একজন বিজেপি সরপঞ্চের হত্যাকাণ্ডে জড়িত ছিল । অন্য সন্ত্রাসীর নাম আদনান শফি দার। সে শোপিয়ানের ওয়ান্ডুর মেলহোরার বাসিন্দা। ২০২৪ সালের ১৮ অক্টোবর, সে লস্করে যোগ দেয় । ওইদিনই সে শোপিয়ানে একজন অ-স্থানীয় শ্রমিক হত্যায় জড়িত ছিল।।

