এইদিন ওয়েবডেস্ক,মেক্সিকো,২৩ আগস্ট : মেক্সিকোতে ফের দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক গুজরাটি যুবক । নিহত যুবকের নাম কেতন শাহ (৩৮) । গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা কেতন বিগত ৪ বছর ধরে মেক্সিকোতে বসবাস করছিলেন এবং টরেন্ট ফার্মা নামে একটি কোম্পানিতে কাজ করছিলেন । ঘটনার বিবরণে জানা গেছে,শনিবার তিনি ১০ হাজার ডলার মুদ্রা বিনিময় করতে মেক্সিকো সিটির আন্তর্জাতিক বিমানবন্দরে যান। এরপর বাবার সঙ্গে গাড়িতে করে ফিরছিলেন তিনি। মিগুয়েল মেক্সিকো সিটিতে গাড়ি নিয়ে যাওয়ার সময় একটি বাইকে থাকা ২ জন দুষ্কৃতী তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় । ঘটনাস্থলেই মারা যান কেতন শাহ । এরপর দুই দুষ্কৃতী কেতনের গাড়িতে লুটপাট চালিয়ে পালিয়ে যায় । এই ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে । মেক্সিকোতে ভারতীয় দূতাবাসও টুইট করে ভারতীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ।
উল্লেখ্য, এর আগে আহমেদাবাদ থেকে আমেরিকায় যাওয়া এক যুবককে অপহরণ করে খুন করে কলম্বিয়ার সন্ত্রাসীরা । মৃতের নাম হীরেন গজেরা (৪১) । জানা গেছে, আহমেদাবাদের মেমনগর এলাকায় বাসিন্দা হীরেন গজেরা ২০০৬ সালে আমেরিকায় যান । আমেরিকার আমপালম শহরে সেগুন কাঠের ব্যবসা শুরু করেন তিনি । তিনি সেগুন কাঠ রপ্তানি করতেন । ২০১৪ সাল পর্যন্ত আমেরিকায় থাকার পর তিনি আহমেদাবাদে ফিরে আসেন। এরপর গত বছরের মার্চে আবারও আমেরিকায় যান তিনি। তিনি কুয়েনকা শহরে একটি নতুন বাড়িও তৈরি করেছিল । গত ৩ জুন হীরেন গজেরা এক বন্ধুর বাবার জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন । সেখান থেকে ফেরার সময় দক্ষিণ আমেরিকার আমপালাম শহর থেকে কলম্বিয়ার সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। অপহরণের পর সন্ত্রাসীরা ১ লাখ মার্কিন ডলার বা ৭০ কেজি মাদক দাবি করে। কিছুটা দ্বিধা-দ্বন্দ্বের পর সন্ত্রাসীরা ২০ হাজার মার্কিন ডলারে হীরেন গজেরাকে ছেড়ে দিতে রাজি হয় । সন্ত্রাসীরা শর্ত দেয় হীরেন গজেরার স্ত্রী একাই টাকা নিয়ে আসবে। শর্ত মেনে নেয় তার পরিবার। তবে সন্ত্রাসীরা হীরেন গজেরাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় ।।