এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,২৮ জুন : সন্ত্রাসবাদী সংগঠনের হয়ে প্রচার চালানো বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) । ধৃতরা হল মোহাম্মদ জাভেদ (৪৬) এবং তার মেয়ে খাতিজা (২০) । মোহাম্ম পেশায় একজন সফটওয়্যার প্রশিক্ষক । মঙ্গলবার সন্ধ্যায় তেলেঙ্গানার গোদাবরীখানির (Godavarikhani) শ্রীনগর কলোনি থেকে গ্রেফতার করা হয় ।
সূত্রের খবর, মহম্মদ জাভেদ এবং খাতিজা মূলত হায়দরাবাদের টলিচৌকি এলাকার বাসিন্দা । গ্রেপ্তার হওয়ার চার দিন আগে তারা এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তেলেঙ্গানার রামাগুন্ডামে(Ramagundam) গিয়েছিলেন এবং সেখানে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন । পরে তারা পার্শ্ববর্তী গোদাবরীখানি এলাকায় আসে । গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার অভিযান চালায় গুজরাট এটিএস । এরপর বাবা ও মেয়েকে গ্রেফতার করা হয় । পাশাপাশি এটিএস হায়দ্রাবাদের একটি ওষুধের দোকানের মালিক ফজিউল্লাহ (৪১) এর বয়ানও রেকর্ড করেছে বলে খবর । ওই ব্যক্তি আরও একটি মামলার সাক্ষী ছিলেন বলে জানা গেছে। তদন্তে ফজিউল্লাহও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িতে কিনা তা এখনই প্রকাশ করা হয়নি ।।