এইদিন ওয়েবডেস্ক,রাজকোট(গুজরাট),০১ আগস্ট : পশ্চিমবঙ্গের বাসিন্দা আল-কায়েদার ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করল গুজরাট এটিএস । গুজরাট পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম আমান, আব্দুল শুকুর ও সাইফ নওয়াজ। তবে তারা পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা তা জানা যায়নি । এটিএস দল আজ মঙ্গলবার সন্ধ্যায় এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করবে এবং তার পরে সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে । ধৃতদের কাছ থেকে একটি পিস্তল,১০ টি কার্তুজ, আল কায়েদার লিফলেট ও অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে ।
তদন্তকারী দল জানতে পেরেছে,বিগত ৬ মাস ধরে রাজকোটের সনি বাজারে কাজ করছিলেন ওই তিন সন্ত্রাসী । তারা গোপনে আল-কায়েদার প্রচার চালাচ্ছিল । স্থানীয় মুসলিম যুবকদের কট্টরপন্থী মতাদর্শে উদ্ভুত করার চেষ্টা করছিল ।
গুজরাট পুলিশ সূত্রে খবর,ওই তিনজনের সম্পর্কে গোপন সূত্রে খবর পাওয়ার পর তাদের উপর নজর রাখছিল গুজরাট এটিএস । অবশেষে সোমবার গভীর রাতে রাজকোটে অভিযান চালায় এটিএস । জিজ্ঞাসাবাদের পর রাতেই তাদের গ্রেফতার করা হয় । তিনজনকেই আমেদাবাদে নিয়ে যাওয়া হয়েছে ।
উল্লেখ্য, এর আগেও গুজরাটে সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে । পোরবন্দর থেকে চার সন্দেহভাজন আফগানকে গ্রেফতার করেছিল গুজরাট এটিএস । ওই চার সন্ত্রাসী মিলে ভারত আক্রমণের ষড়যন্ত্র করছিল । পরে জাতীয় তদন্তকারী দল(এনআইএ) এর কাছে তাদের হস্তান্তর করা হয় ।।