এইদিন ওয়েবডেস্ক,হাপুর(ইউপি),৩০ মার্চ : উত্তর প্রদেশের স্বাস্থ্য বিভাগের ১০৮ নম্বর অ্যাম্বুলেন্সে ৫০ বছর বয়সী এক মহিলা তার ১৭তম সন্তানের জন্ম দিয়েছেন । পিলখুয়া সিএইচসি থেকে মীরাট মেডিকেলে রেফার করার সময় মহিলার প্রসববেদনা অনুভব করেন। মা ও শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে দুজনেই সুস্থ আছেন । ওই মহিলা হলেন হাপুরের পিলখুয়ার মহল্লা বজরংপুরীর বাসিন্দা মহম্মদ ইমামুদ্দিনের স্ত্রী গুড়িয়া বেগম (৫০) ।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,ইমামুদ্দিনের স্ত্রী গুড়িয়া প্রসববেদনা অনুভব করার পর সিএইচসি থেকে তাকে মীরাটে রেফার করা হয়েছিল । পথে অবস্থা আরও খারাপ হলে, অ্যাম্বুলেন্সের ইএমটি কর্মবীর এবং পাইলট হমেশ্বর একটি কিটের সাহায্যে শিশুটির জন্ম দেন। সন্ধ্যা ৭:৩০ মিনিটে, গুড়িয়া তার ১৭তম সন্তান হিসেবে একটি কন্যা সন্তানের জন্ম দেন।
ডাঃ হেমলতা বলেন, মা ও শিশু উভয়কেই সুস্থ আছে ।আজ মহিলাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি । গর্ভবতী মহিলার ২২ বছর বয়সী ছেলেও হাসপাতালে উপস্থিত ছিল। পরিবারের সদস্যদের মতে, এখন পর্যন্ত সব শিশুই সম্পূর্ণ সুস্থ।।