এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ সেপ্টেম্বর : বুধবার জিএসটি কাউন্সিলের মিটিংয়ের পর জিএসটি নিয়ে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর হতে চলেছে। জীবন ও স্বাস্থ্য বিমা থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি ১২ এবং ২৮ শতাংশের স্ল্যাব তুলে নিয়ে ৫ এবং ১৮ শতাংশ হারে জিএসটি কার্যকর করার কথা বলা হয়েছে। পাশাপাশি ৪০ শতাংশের একটি বিশেষ স্ল্যাবও থাকবে। দুর্গাপুজোর আগে জিএসটি স্ল্যাবে এই পরিবর্তনে আমজনতার স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রের মোদী সরকারকে “জনদরদী” বলে অবিহিত করে বলেছেন এই সিদ্ধান্ত ঐতিহাসিক ।
শুভেন্দু অধিকারী বলেছেন,’দুর্গা পুজোর আগেই একধাক্কায় অনেকটাই কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় সম্পূর্ণ মকুব জিএসটি। উৎসবের মরসুম কে দেশবাসীর কাছে আরও আনন্দময় করে তুললো জনদরদী মোদী জির সরকার। মাননীয়া অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন জি জানিয়েছেন আগামী ২২ সেপ্টেম্বর থেকে দুটি হারে (৫ এবং ১৮ শতাংশ) জিএসটি কার্যকর হবে। ১২ শতাংশ এবং ২৮ শতাংশের স্ল্যাব পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে। কৃষিজাত পণ্যের উপর এতদিন ১২ শতাংশ জিএসটি ধার্য ছিল, তা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। জীবনদায়ী ঔষধ সহ অনেক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে।’
তিনি আরও বলেছেন,’আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি স্বাধীনতা দিবসের শুভ দিনে লাল কেল্লা থেকে ঘোষণা করেছিলেন পুজো ও উৎসবের আগেই দেশবাসী কে উৎসবের উপহার দেবেন। যেমন ঘোষণা তেমন কাজ, আগামী উৎসবের দিনগুলো সবার কাছে আরও আরও সুমধুর হয়ে উঠলো।’
নয়া জিএসটি কাঠামোয় দাম কমছে কোন কোন জিনিসের?
সাধারণ মানুষের জন্য উপহার : যাবতীয় জীবন ও স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়াও চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার, মেডিক্যাল গ্রেড অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমাতেও জিএসটি কমে ৫ শতাংশে দাঁড়িয়েছে।
মাখন, ঘি, তেল, চিজ এবং দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাস্তা, নুডলস, ভুজিয়া, নিমকি, বিভিন্ন সবজি। প্যাকেটজাত খাদ্য পণ্যের উপরও জিএসটি ১২ শতাংশ থেকে ৫ শতাংশে নামছে।
খাদ্য পণ্য ছাড়াও জিএসটি কমছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিমেও। এগুলির উপর জিএসটি ১৮ শতাংশ থেকে ৫ শতাংশে নামছে। সেলাই মেশিনের উপরও আরোপ হবে ৫ শতাংশ জিএসটি।
টিভি, এসি, ডিশ ওয়াশিং মেশিন, প্রজেক্টর, তিন চাকার গাড়ি, ৩৫০ সিসি-র নীচে থাকা বাইকের দাম কমানো হচ্ছে। এখন থেকে এই পণ্যগুলিতে ২৮ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ জিএসটি নেওয়া হবে। সিমেন্টেও ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ হারে জিএসটি বসবে। ফলে নির্মাণ খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।হস্তশিল্প, মার্বেল এবং গ্রানাইট ব্লক, মাঝারি চামড়াজাত পণ্যগুলিতে ১২ শতাংশ থেকে কমিয়ে জিএসটি ৫ শতাংশ করা হয়েছে।
কৃষিকদের জন্য সুখবর :
ট্র্যাক্টর, ট্র্যাক্টরের যন্ত্রাংশ, জৈব কীটনাশক ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন পণ্যের উপর জিএসটি ১৮ এবং ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
পড়ুয়াদের সুরাহা : ম্যাপ, খাতা, পেনসিল, রবারের উপর জিএসটি একেবারে তুলে নেওয়া হয়েছে।
নেশাখোরদের জন্য দুঃসংবাদ : আগামী ২২ সেপ্টেম্বর থেকে সিগারেট, পান মশলা, গুটখা এসবের উপর ৪০ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে।
এছাড়াও দাম বাড়বে বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের। এগুলিতে ২৮ শতাংশ থেকে জিএসটি করা হচ্ছে ৪০ শতাংশ। বিলাসবহুল গাড়ি, ৩৫০ সিসির বেশি বাইক, প্রাইভেট জেট, রেসিং কার, ইয়টের উপর ৪০ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে।।