এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পুর্ব বর্ধমান),২৯ ডিসেম্বর ঃ রেলস্টেশনে আশ্রিত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরন করল কাটোয়া জিআরপি । মঙ্গলবার কাটোয়া জিআরপির পক্ষ থেকে এরকম শতাধিক দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্রের পাশাপাশি দুপুরের খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় । প্রচন্ড ঠান্ডায় শীতবস্ত্র পেয়ে খু্শি অসহায় মানুষগুলি । আরপিএফ ও কাটোয়া চাউল্ডলাইনের প্রতিনিধিরা
উপস্থিত ছিলেন ।
জানা গেছে, অনেক সহায় সম্বলহীন মানুষ কাটোয়া প্ল্যাটফর্ম ও প্লাটফর্ম সংলগ্ন এলাকায় থাকেন । দু’বেলার খাবার জোটাতে গিয়ে তাঁদের কার্যত চ্যালঞ্জের মুখে পড়তে হয় । বছরের অনান্য ঋতুতে কোনও ভাবে কাটলেও শীতকাল তাঁদের কাছে প্রচন্ড যন্ত্রনাদায়ক হয়ে ওঠে । এদিকে বিগত কয়েক দিন ধরে কনকনে ঠান্ডা পড়েছে । ফলে চরম কষ্টের মধ্যে দিন কাটছে কাটোয়া প্লাটফর্মে থাকা ওই সমস্ত লোকজনের । এই দেখে এদিন কাটোয়া জিআরপির কর্মীরা নিজেদের চাঁদা তুলে শীতবস্ত্র কিনে তাদের হাতে তুলে দেন । যার মধ্যে অধিকাংশই শিশু ও নাবালক নাবালিকা । তাদের জন্য শীতের শোয়েটার ও চাদর দেওয়া হয় । বড়দের হাতে দেওয়া হয় কম্বল ৷।