প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান, ১২ জুলাই : দূরপাল্লার ট্রেনে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ দুস্কৃতিকে গ্রেফতার করলো বর্ধমান জিআরপি । রবিবার গভীর রাতে বর্ধমান স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে থাকা শৌচাগারের কাছ থেকে জিআরপি তাদের গ্রেফতার করে । ধৃতদের নাম শেখ মিঠু, শেখ সাজামল, শেখ ছোট্টু ও থাপ্পড় সিং।শহর বর্ধমানের বিভিন্ন এলাকায় ধৃতদের বাড়ি । জিআরপির দাবি, দূরপাল্লার ট্রেনে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৪ জন ধরা পড়লেও বাকি ৭-৮ জন পালিয়ে গেছে ।ধৃতদের কাছ থেকে ছুরি, ভোজালি, লোহার রড, সাইকেলের চেন প্রভৃতি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে জিআরপির তরফ থেকে জানানো হয়েছে । দূরপাল্লার ডাউন ট্রেনে ডাকাতির পরিকল্পনা করে তারা সেখানে জড়ো হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে জিআরপি। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতদের ২৫ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক ।।