এইদিন ওয়েবডেস্ক,ঘোর,১৮ আগস্ট : স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে এক ব্যক্তিকে তালাক দিতে বাধ্য করল তালিবান জঙ্গিরা । দিন কয়েক আগে রাতের দিকে আফগানিস্তানের ঘোর প্রদেশের ফিরোজকোহ বিমানবন্দর এলাকার বাসিন্দা হাবিবুল্লাহ নামে এক ব্যক্তির বাড়িতে দুই সশস্ত্র তালিবান জঙ্গি ঢোকে এবং হাবিবুল্লাহর স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে তালাক দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ । এমনকি তালিবান জঙ্গিরা ওই ব্যক্তির কাছ থেকে একটি লিখিত এবং অডিও স্বীকারোক্তিও আদায় করে নেয় ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, হাবিবুল্লাহর স্ত্রী একটি বেসরকারি স্কুলে কোরান পড়াতেন । হাবিবুল্লাহর স্ত্রীর উপর ঘোরের তালিবান গভর্নরের মুখপাত্র আব্দুল ওয়াহিদ হামাস-এর দীর্ঘ দিনের কুনজর ছিল । তাই ওই বধূকে পেতে ঘটনার দিন রাতে দুই সশস্ত্র জঙ্গিকে হাবিবুল্লাহর বাড়িতে পাঠায় আব্দুল ওয়াহিদ । পূর্ব পরিকল্পনা মোতাবেক জঙ্গিরা হাবিবুল্লাহর স্ত্রীর মাথায় আগ্নেয়াস্ত্র ধরে এবং হাবিবুল্লাহকে তিন তালাক দিতে বাধ্য করে । তারা ওই ব্যক্তির কাছ থেকে স্বাক্ষর দেওয়া লিখিত এবং অডিও স্বীকারোক্তিও আদায় করে নেয় । পরে তালিবান প্রশাসনের অধীনে নগর আদালতে সেগুলি পেশ করে পাকাপাকিভাবে স্ত্রীর সঙ্গে হাবিবুল্লাহর ডিভোর্সের ষড়যন্ত্র করে আব্দুল ওয়াহিদ হামাস ।
প্রতিবেদন অনুযায়ী,সশস্ত্র তালিবানের গোয়েন্দা বিভাগ এই ঘটনার সঙ্গে জড়িত একজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে । পাশাপাশি আব্দুল ওয়াহিদ হামাসকেও তদন্তের জন্য গোয়েন্দা বিভাগে তলব করেছে । প্রসঙ্গত,তালিবান আসার পর আফগানিস্তানে এই ধরনের ঘটনা আকছার ঘটে চলেছে । তালিবানের কমান্ডার এবং জঙ্গিদের বিরুদ্ধে মেয়েদের সাথে জোরপূর্বক বিবাহের অভিযোগ রয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা অস্ত্রের জোরে এমন ঘটনা ঘটিয়ে চলেছে বলে খবর ।।